প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি বানানোর অসাধরণ আইডিয়া

প্লাস্টিকের বোতল দিয়ে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র বানানো যায়। প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি বানানোর কিছু অসাধরণ আইডিয়া শেয়ার করলাম।

প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি বানানোর আইডিয়া

আমাদের দেশে প্লাস্টিক বোতলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি পরিবেশের জন্য বিপজ্জনক হলেও প্লাস্টিক বোতলের বিকল্প এখনো তৈরি হয় নাই। প্লাস্টিকের বোতল ব্যবহারের পরে আমরা রাস্তায় অথবা বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় ফেলে রাখি। এটি পরিবেশের জন্য হুমকিস্বরূপ। 

প্লাস্টিকের বোতল দিয়ে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র বানানো যায়। প্লাস্টিকের বোতল দিয়ে চামচ এবং কলম রাখার বক্স, ফুলদানি তৈরি করা এবং ঘরের আলোকসজ্জার বিভিন্ন কাজে লাগাতে পারেন। প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি তৈরি করার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হলো- 

উপকরণ সমূহ

  • প্লাস্টিকের বোতল 
  • কাঁচি, ব্লেড অথবা কাটার
  • রঙিন কাগজ 
  • আঠা
  • পরিষ্কার করার জন্য ব্রাশ 

বোতল নির্বাচন 

প্রথমে একটি বোতল নির্বাচন করুন। অবশ্যই বোতলটি বড় হতে হবে। তাই বোতলটি অবশ্যই ১ লিটারের বড় হতে হবে। আর্টিফিশিয়াল ফুলের জন্য ছোট বোতল প্রযোজ্য হলেও ইনডোর প্লান্টের জন্য বড় বোতল হলে ভালো। এতে গাছের শেকড় ভালোভাবে বৃদ্ধি পায়। 

বোতল পরিষ্কার করুন

প্রথমে বোতল ভালোভাবে পরিষ্কার করে নিন। বোতলের গায়ে থাকা স্টিকার অথবা লেবেল তুলে ফেলুন। পরিষ্কার পানি দিয়ে বোতল ভালোভাবে ধুয়ে ফেলুন। ভালোভাবে ধোঁয়ার পর বোতল টি রোদে শুকিয়ে নিন। 

ফুলদানি তৈরি করুন

প্লাস্টিকের বোতল দিয়ে বিভিন্ন ভাবে ফুলদানি তৈরি করা যায়। ফুলদানি বানানো কিছু আইডিয়া দেওয়া হলো- 

পদ্ধতি ১– বোতল টি মাঝ বরাবর কেটে নিন। তারপর উপরের অংশ এবং নিচের অংশ রঙিন কাপড় দিয়ে মুড়িয়ে নিন অথবা রং দিয়ে ডিজাইন করে নিন। তাহলে বোতলে তৈরি ফুলদানি ঘরকে আকর্ষণীয় করে তুলবে এবং ঘরের নান্দনিক সৌন্দর্য আরো ফুটিয়ে উঠবে। 

পদ্ধতি ২- একটি বোতলের উপরের অংশ এবং নিচের অংশ কেটে নিন। নিচের অংশের মাঝখানে একটি ছিদ্র করে নিন। তারপর বোতলের মুখের অংশ ছিদ্রের মাঝে ঢুকিয়ে দিন। তবে ছিদ্রটি যেন বেশি বড় না হয়। বোতলের মুখের সাইজ পরিমাপ করে কেটে নিতে হবে। পানি নিষ্কাশনের জন্য বোতলের মুখে কয়েকটি ছিদ্র করে দিতে পারেন। 

পদ্ধতি ৩- প্রথমে ৫ লিটারের একটি বোতল সিলেক্ট করুন। বোতলের মুখের দুই পাশে বড় করে কেটে নিন। তারপর বোতলের মধ্যে গাছের জন্য তৈরি করা মাটি রেখে দিন। বোতলের মাঝখানে এবং নিচের অংশে কয়েকটি ছিদ্র করে নিন। মাঝারি সাইজের গাছের জন্য এটি প্রযোজ্য। 

পদ্ধতি ৪- একটি ২ অথবা ২.৫ লিটারের প্লাস্টিকের বোতল নিন। বোতলের মাঝামাঝি অংশে কেটে নিন। উপরের অংশ উল্টো করে নিচের অংশের ভিতর রেখে দিন। আপনি চাইলে বোতল টি বিভিন্ন রং এবং রঙিন কাপড় দিয়ে আরো ভালোভাবে কাস্টমাইজড করে নিতে পারেন। যা ফুলদানির সৌন্দর্য বৃদ্ধি করবে দ্বিগুণ। 

আরও পড়তে পারেন: গরমে ঘর ঠান্ডা রাখে যেসব ইনডোর প্লান্ট

প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি বানানোর ছবি

প্লাস্টিকের বোতলের ফুলদানি
প্লাস্টিকের বোতলের ফুলদানি
প্লাস্টিকের বোতলের ফুলদানি
প্লাস্টিকের বোতলের ফুলদানি

কাস্টমাইজ করুন

প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি তৈরি করার পর আপনি নিজের মত করে তা সাজিয়ে নিতে পারেন। বোতলের লেভেল টি তুলে বিভিন্ন রং এবং রঙিন কাপড় দিয়ে ডিজাইন করে নিতে পারেন। যা বোতলের তৈরি ফুলদানির সৌন্দর্য আরো ফুটিয়ে তুলবে এবং আপনার রুচিশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটবে। 

প্লাস্টিকের বোতল দিয়ে কি কি জিনিস বানানো যায়

প্লাস্টিকের বোতল দিয়ে অনেক কিছু বানানো যায়। বোতলের যথাযথ ব্যবহার না করে যেখানে সেখানে ফেলে রাখলে পরিবেশের জন্য বিপজ্জনক। প্লাস্টিকের বোতল বাহিরে না ফেলে বরং এটি দিয়ে ঘর সাজানোর বিভিন্ন জিনিস বানিয়ে ফেলুন। প্লাস্টিকের বোতল দিয়ে যা যা বানাতে পারেন –

  • ফুলদানি 
  • ব্রাশ হোল্ডার
  • পেন হোল্ডার
  • সো-পিস
  • ল্যাম্পশেড
  • বাচ্চাদের খেলনা
  • রোবট
  • আলোকসজ্জা 

শেষকথা 

প্লাস্টিকের বোতল আমরা যেখানে সেখানে ফেলে রাখি। কিন্তু এই প্লাস্টিকের বোতল দিয়ে নান্দনিক বিভিন্ন কিছু ফুলদানি তৈরি করে নিতে পারেন। যা আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *