রান্নাঘর থেকে তেলাপোকা তাড়ানোর উপায়

আলমারি, বেডরুম, রান্নাঘর কোনো কিছুই তেলাপোকার যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছে না। জেনে নিন- কীভাবে তেলাপোকা দূর হবে।

রান্নাঘর থেকে তেলাপোকা তাড়ানোর উপায়

পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে যেহেতু পরিবারের সদস্যদের জন্য রান্না করা হয়, তাই এই ঘর অবশ্যই পরিষ্কার রাখতে হবে। রান্নাঘরের বেঁচে যাওয়া খাবার অথবা পড়ে থাকা ময়লা খাওয়ার জন্য তেলাপোকার উপদ্রব বেশি থাকে। তেলাপোকা বিভিন্ন ধরনের জীবাণু ছড়ায়। আর রান্নাঘর থেকে এই তেলাপোকা তাড়ানো অনেক কঠিন। ব্যাকটেরিয়া বহনকারী এই তেলাপোকা রান্নাঘর থেকে দূর করার কিছু ঘরোয়া টিপস শেয়ার করবো।

তেলাপোকা বা আরশোলা বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়ায়। তেলাপোকা যে-সব খাবারে বসবে সে খাবার খেলে ফুড পয়জনিং, ডায়রিয়া এবং এলার্জি জনিত যাদের সমস্যা রয়েছে তাদের জন্য বিপজ্জনক।

বোরিক অ্যাসিড


সমপরিমাণ বোরিক অ্যাসিড , আটা অথবা ময়দা এবং চিনি একসঙ্গে মিশিয়ে নিন। রান্নাঘরের যে-সব স্থানে তেলাপোকা চলাচল করে সেসব স্থানে রেখে দিন। এগুলো খেয়ে রান্নাঘর থেকে পালিয়ে যাবে তেলাপোকা।

বেকিং সোডা এবং চিনি


বেকিং সোডা এবং চিনি ভালো করে মিশিয়ে নিন। তারপর রান্নাঘরের বিভিন্ন স্থানে ছিটিয়ে দিন। বেকিং সোডা এবং চিনির মিশ্রণে তেলাপোকা ঘর থেকে পালিয়ে যাবে। এমনকি তেলাপোকা এগুলো খেয়ে মারাও যেতে পারে।

তেজপাতা গুঁড়া


৬/৭ টি তেজপাতা কে গুঁড়া করে নিন। রান্নাঘরের যে সকল জায়গায় তেলাপোকার উপদ্রব বেশি যে সকল স্থানে তেজপাতার গুঁড়া ছিটিয়ে দিন। তেজপাতার গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না। তেজপাতার গন্ধে তেলাপোকা রান্নাঘর থেকে দূর হবে। ঘরোয়া টিপস অনুসরণ করে তেলাপোকা দূর করার অন্যতম সহজ পদ্ধতি হচ্ছে গুঁড়া তেজপাতা।

অ্যামোনিয়া যুক্ত পানি


এক বালতি পানির সাথে দুই কাপ অ্যামোনিয়া মিশ্রণ করে নিতে পারেন। অ্যামোনিয়া তেলাপোকা দূর করতে অত্যন্ত উপযোগী। এই পানি দিয়ে রান্নাঘর মুছে নিন। অ্যামোনিয়ার গন্ধে তেলাপোকা দূর হয়ে যাবে।

কর্পূর ব্যবহার করে


কর্পূর বিভিন্ন কাজে আমরা ব্যবহার করে থাকি। এই কর্পূর ব্যবহার করে অতিসহজেই ঘর থেকে তেলাপোকা দূর করতে পারবেন। যা খুবই কার্যকরী। রান্নাঘরের বিভিন্ন স্থানে কর্পূর রেখে দিন। কর্পূরের গন্ধে তেলাপোকা রান্নাঘর থেকে চলে যাবে।

নিম পাতার পানি


নিম পাতা কে ভালোভাবে পানি দিয়ে আগুনে ছেঁকে নিন। তারপর নিম পাতার পানি গুলো রান্নাঘরে স্প্রে করে নিন। তেলাপোকা দূর করতে কার্যকরী উপায়গুলোর মধ্যে এটি একটি।

আরও পড়তে পারেন:

কাপড় থেকে দাগ তোলার উপায়

বাড়ির অবহেলিত খালি জায়গাগুলো সাজিয়ে তুলবেন যেভাবে

দারচিনির ব্যবহার


দারচিনি রান্নাঘরের বিভিন্ন কোণে রেখে দিন। তাহলে তেলাপোকা রান্নাঘর থেকে বের হয়ে যাবে।

স্যাভলন পানি


১ লিটার পানিতে ১৫ চা-চামচ স্যাভলন মিশিয়ে নিন। যে-সব জায়গায় তেলাপোকার উপদ্রব বেশি সেসব স্থানে স্প্রে করে দিন। নিয়মিত এক সপ্তাহে করলে তেলাপোকার সাথে পিঁপড়াও দূর হবে।

পেঁয়াজ, রোশন এবং গোলমরিচের মিশ্রণ


এক চা- চামচ গোলমরিচ, সামান্য রোশন এবং একটি পেঁয়াজ ব্লান্ডার করে এক লিটার পানিতে মিশিয়ে নিন। তারপর রান্নাঘরের বিভিন্ন স্থানে স্প্রে করে দিন। তেলাপোকা বের হয়ে যাবে।

পরামর্শ
১ রান্নাঘর এবং রান্নাঘরে থাকা থালাবাসন অপরিষ্কার রাখা যাবে না।
২. রান্নাঘর পরিষ্কার করার সময় বেকিং সোডা অথবা ভিনেগার ব্যবহার করুন।
৩. তেলাপোকা পানি ছাড়া বাঁচতে পারে না। তাই রান্নাঘর স্যাঁতসেঁতে রাখা যাবে না।

শেষকথা
রান্নাঘর অথবা বাড়ির যে কোনো জায়গায় তেলাপোকা থাকুন তা এড়িয়ে যাওয়া যাবে না। তেলাপোকা যে-সব খাবারে বসে সেসব খাবার খাওয়া যাবে না। কারণ, এসব খাবার থেকে বিভিন্ন ধরনের রোগব্যাধি হতে পারে। তেলাপোকা থেকে ফুড পয়জনিং, ডায়রিয়াসহ আরো বিভিন্ন অসুখ হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *