টুথপেস্ট এর যত ব্যবহার

টুথপেস্টের অনেক গুন রয়েছে। বাসার অনেক কাজে ব্যবহার হয়ে থাকে এই টুথপেস্ট। জেনে নিন টুথপেস্টের অন্যান্য ব্যবহার।

টুথপেস্ট এর যত ব্যবহার

আমরা সাধারণত দাঁত পরিষ্কার করার কাজে প্রতিদিনই টুথপেস্ট ব্যবহার করে থাকি৷ টুথপেস্ট শুধু দাঁত পরিষ্কার করার জন্য নয়, চাইলে টুথপেস্ট দিয়ে গৃহস্থালির আরো বিভিন্ন কাজ করে নিতে পারেন।

কাপড়ের দাগ, দেয়ালের দাগ, আসবাবপত্র এবং গহনার যত্নসহ নানা প্রয়োজনে টুথপেস্টের ব্যবহার হয়ে থাকে। টুথপেস্ট ব্যবহারে দৈনন্দিন জীবনে অনেক সুবিধা পাওয়া যায়। লক্ষ রাখতে হবে টুথপেস্ট ব্যবহারে আমাদের যেন ক্ষতি না হয়।

টুথপেস্টের অন্যান্য ব্যবহার সম্পর্কে জেনে নিন।

সিঙ্ক ও বেসিন পরিষ্কার করতে

পানিতে আয়রনের পরিমাণ বেশি হলে সিঙ্ক ও বেসিনে তাড়াতাড়ি দাগ পড়ে যায়। স্ক্রাবারের সাথে একটু টুথপেস্ট লাগিয়ে সিঙ্ক এবং বেসিন ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। চকচকে পরিষ্কার হয়ে যাবে এবং দুর্গন্ধ দূর হবে। 

টাইলস পরিষ্কার করতে

টাইলসের মেঝেতে দাগ লাগলে বাসার সৌন্দর্য নষ্ট হয়। টাইলসের মেঝেতে কোনো কিছুর দাগ পড়লে তা দূর করতে টুথপেস্ট ভালো কজ করে। 

জুতা পরিষ্কার করতে

জুতা মানুষের পার্সোনালিটি বৃদ্ধি করে। সেই শখের জুতোয় দাগ লেগে যাওয়া কোন ভাবেই কাম্য নয়। দাগযুক্ত স্থানে একটু টুথপেস্ট লাগিয়ে ভেজা নরম কাপড় দিয়ে জায়গাটি পরিষ্কার করে নিন। তাহলে জুতা আবার চকচকে ভাব ধরে রাখবে।

কাপড়ের দাগ পরিষ্কার করতে

কাপড়ে কলমের কালির দাগ অথবা মরিচার দাগ যে দাগই পড়ুক না কেন টুথপেস্ট দিয়ে তা সহজে তুলে নিতে পারবেন। দাগযুক্ত স্থানে একটু টুথপেস্ট লাগিয়ে আস্তে আস্তে ঘষুন। তাহলে কাপড়ের দাগ উঠে যাবে।

দেয়াল থেকে রং পেন্সিলের দাগ তুলতে

দেয়ালে পেন্সিলের দাগ পড়া স্বাভাবিক ব্যাপার। ঘরে বাচ্চা থাকলে দেয়ালে আঁকাআঁকি করা স্বাভাবিক। দাগের উপর টুথপেস্ট দিয়ে স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করে নিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। 

আসবাবপত্র পরিষ্কার করতে

যে কোনো কিছুর দাগ আসবাবপত্রের সৌন্দর্য নষ্ট করে। দাগযুক্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে শুকনো কাপড় দিয়ে ঘষুন এবং শুকিয়ে গেলে অন্য একটি কাপড় দিয়ে মুছে ফেলুন। 

নখের যত্ন নিতে

নখের যত্ন না নিলে নখ অনেক সময় তার সাধারণ উজ্জ্বলতা হারিয়ে লালচে কালারের হয়ে যায়। নখের মধ্যে একটু টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ পরে ঘষা দিলে নখ পরিষ্কার হয়ে যাবে।

হেড লাইট পরিষ্কার করুন

প্রথমে গাড়ির হেডলাইট ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিন। তারপর টুথপেস্ট লাগিয়ে কাপড় দিয়ে ভালো করে ঘষে মুছে ফেলুন। হেডলাইট পরিষ্কার হয়ে যাবে।

আয়রন মেশিন পরিষ্কার করতে

একটি কাপড়ের সাথে সামান্য টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে অন্য একটি কাপড় দিয়ে মুছে ফেলুন। 

আয়না পরিষ্কার করতে

বাথরুমের আয়নায় পানির দাগ পড়া এবং বাষ্প জমে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। একটি পাতলা কাপড়ের সাথে সামান্য টুথপেস্ট লাগিয়ে পরিষ্কার করে ফেলুন

শেষ কথা 

টুথপেস্টের আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে। ঘরোয়া টিপস অনুসরণ করে ঘরের বিভিন্ন সমস্যার সমাধান আমরা টুথপেস্ট দিয়ে করতে পারি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *