ডাইনিং রুম সাজানোর আইডিয়া ২০২৫

ডাইনিং রুম হচ্ছে পরিবারের মিলনস্থল। পরিবারের সদস্যদের খাবার খাওয়া, গল্প করা এবং হাসাহাসি করে সময় কাটানোর স্থান হচ্ছে ডাইনিং রুম।

ডাইনিং রুম সাজানোর আইডিয়া ২০২৫

পরিবারের সদস্য এবং অতিথিদের আপ্যায়নের জায়গা হিসেবে ডাইনিং রুম সাজানো গুরুত্বপূর্ণ। অনেকসময় ডাইনিং রুম সাজানোর ক্ষেত্রে আমরা কম গুরুত্ব দিয়ে থাকি। প্রতিদিন বিভিন্ন কাজে পরিবারের সদস্যরা ব্যস্ত থাকলেও খাওয়ার সময় খাওয়ার টেবিলে আমরা একত্রিত হয়। এজন্য ঘরের অন্যান্য রুমের থেকে ডাইনিং রুমের গুরুত্ব কোনো অংশে কম নয়।

ডাইনিং রুমের পরিবেশের উপর আমাদের খাওয়ার রুচি তৈরি হয়। ডাইনিং রুমের রং, সৌন্দর্য এবং সুশৃঙ্খল খাবার পরিবেশনের উপর খাবারের অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যময় হয়। ডাইনিং রুম সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তা আপনার রুচির উপর নির্ভর করে। এতে খুব বেশি বাজেটের প্রয়োজন হয় না। দরকার আপনার সৃজনশীল মনোভাব। আজকে আপনাদের সাথে ডাইনিং রুম সাজানো কিছু টিপস শেয়ার করবো।

থিম নির্ধারণ

প্রথমে আপনার ডাইনিং রুমের জন্য সুন্দর একটি থিম নির্ধারণ করুন। ডাইনিং রুম কীভাবে সাজাবেন, কেন জিনিস কোন স্থানে রাখবেন, কীভাবে রাখবেন তার একটি রোডম্যাপ তৈরি করুন। তাহলে আপনার জন্য ডাইনিং রুম সাজানো অনেক সহজ হয়ে যাবে। 

সুসজ্জিত পরিকল্পনা আপনার কাজ অনেকটা এগিয়ে নিয়ে যাবে। একটি জিনিস এক জায়গায় রেখে অন্য জায়গায় প্রতিস্থাপন অনেক কষ্টসাধ্য। তাই পূর্ব পরিকল্পনা থাকলে কাজ করতে তেমন সমস্যা হবে না। 

ডাইনিং রুমের ফার্নিচার ডিজাইন

প্রতিটি ঘরের সৌন্দর্যের ধারক হচ্ছে ফার্নিচার। ডাইনিং রুমও তার ব্যতিক্রম নয়। আধুনিক ডাইনিং রুম সাজাতে বিভিন্ন ফার্নিচার রাখতে হবে। ডাইনিং রুমের জন্য ডাইনিং টেবিল যেমন বাধ্যতামূলক তেমনি এই রুমের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আরো কিছু ফার্নিচার রাখতে হবে। 

ডাইনিং টেবিল

ডাইনিং রুমের দৈর্ঘ্যের উপর নির্ভর করে ডাইনিং টেবিলের সাইজ নির্ধারণ করা উচিত। বড় ডাইনিং রুমের জন্য বড় ডাইনিং টেবিল এবং ছোট ডাইনিং রুমের জন্য মাল্টিফাংশনাল ফার্নিচার ব্যবহার করা উচিত। তবে ডাইনিং টেবিল কেনার ক্ষেত্রে কিছু জিনিস বিবেচনা রাখা উচিত। যেমন- ডাইনিং রুমের রং এবং আলোর সাথে সমন্বয় করা।

ডাইনিং চেয়ার

ডাইনিং টেবিলের সাথে সামঞ্জস্য রেখে অবশ্যই ডাইনিং চেয়ার সিলেক্ট করতে হবে। ডাইনিং টেবিলের ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে ডাইনিং চেয়ার নির্বাচন করুন। যদি সম্ভব হয় ডাইনিং রুমের রং, আলো এবং অন্যসব ফার্নিচারের সাথে সামঞ্জস্য রেখে ডাইনিং চেয়ার নির্বাচন করুন। 

ক্যাবিনেট

ছোট একটি ক্যাবিনেটে আপনার জরুরি জিনিসপত্র রাখার পাশাপাশি এটি ডাইনিং রুমের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলবে। খাবার পরিবেশ করতে প্রয়োজনীয় জিনিসপত্র এই ক্যাবিনেটে রাখতে পারবেন। এতে ডাইনিং রুম গুছানো থাকবে। 

শেলফ

ডাইনিং রুমে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানে একটি শেলফ যুক্ত করুন। এটি বড় ডাইনিং রুমের জন্য প্রযোজ্য। শেলফে প্রয়োজনীয় মালামাল সহ কিছু লতানো ইনডোর প্লান্ট রাখতে পারেন। এটি এই রুমের পরিবেশকে করবে প্রাণবন্ত এবং আকর্ষণীয়। 

ইনডোর প্লান্ট

ইনডোর প্লান্ট ঘরের বাতাস কে বিশুদ্ধ করে এবং ঘরকে রাখে শীতল। শেলফ এবং ক্যাবিনেটের মধ্যে ইনডোর প্লান্ট সাজিয়ে রাখতে পারেন। ওয়াল শেলফের মধ্যে লতানো ইনডোর প্লান্ট ঝুলিয়ে রাখলে তা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। ডাইনিং রুমের কর্নারে সিঙ্গেল শেলফ অথবা টবের মধ্যে কয়েকটি প্লান্ট রাখতে পারেন। ইনডোর প্লান্ট ডাইনিং রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং ঘরে একটি প্রাকৃতিক আবহ তৈরি করবে। 

আরও পড়তে পারেন: আকর্ষণীয় ড্রয়িং রুম সাজানোর সেরা ৬টি টিপস ২০২৫

ডাইনিং রুমের রং

সঠিং রঙের সমন্বয় ডাইনিং রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে। ডাইনিং রুমের দেয়ালের রং কেমন হওয়া উচিত তা নির্ভর করে প্রাকৃতিক আলোর উপর। তবে উজ্জ্বল রং ডাইনিং রুমের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া ভালো কারণ এটি খাবারের পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। এই ঘরের জন্য প্রয়োজন হালকা রং। এতে মানসিক প্রশান্তি আসবে এবং পরিবেশ শান্ত থাকবে। ডাইনিং রুমের দেয়ালের রং নির্বাচন করার সময় ফার্নিচার, পর্দাসহ অনন্য আসবাবের সাথে সামঞ্জস্যও রাখতে পারেন। 

ডাইনিং রুমের লাইটিং

যেকোনো রুম সাজানোর ক্ষেত্রে লাইটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনন্য রুমের থেকে ডাইনিং রুমের লাইটিং কিছুটা ব্যতিক্রম। এখানে কিছু বিশেষ লাইটের সংযোজন করতে হয়। যেমন- ক্যান্ডেললাইট ডিনার এর জন্য ক্যান্ডেল স্ট্যান্ড এবং ঝুলন্ত কিছু লাইট রাখতে পারেন। পেন্ডেন্ট লাইট ঝুলিয়ে রাখতে পারেন। এটি টেবিল থেকে ২ ফুট অথবা ৩ ফুট উপরে ঝুলিয়ে রাখুন। এছাড়াও এই রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য ওয়াল লাইট বা ক্যাবিনেট লাইট ব্যবহার করতে পারেন। 

ডাইনিং রুমের লাইটিং

ডাইনিং রুমের বেসিন ডিজাইন

খাওয়ার আগে এবং পরে হাত পরিষ্কার করার জন্য ডাইনিং রুমে বেসিন এর প্রয়োজন হয়। এটি আধুনিক ইন্টেরিয়রের কার্যকরী ফিচার। বেসিন বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। ওয়াল মাউন্টেড বেসিন, সিরামিক বেসিন, মার্বেল বেসিনসহ আরো বিভিন্ন ধরনের বেসিন বর্তমানে পাওয়া যায়। 

ডাইনিং রুম ছোট হলে কর্নারে ওয়াল মাউন্টেড বেসিন ব্যবহার করতে পারেন। এটি ছোট ডাইনিং রুমের জায়গা বাঁচানোর জন্য উপযোগী। ট্র্যাডিশনাল আবহ তৈরি করতে মার্বেলের বেসিন, প্রাকৃতিক পরিবেশ তৈরি করার জন্য সিরামিক বেসিন ব্যবহার করুন। 

বেসিন ডিজাইন

ডাইনিং রুমের টাইলস ডিজাইন

খাবার ঘর হিসেবে ডাইনিং রুমের ওয়াল এবং ফ্লোর টাইলসের উপর বিশেষ মনোযোগ দেয়া উচিত। খাবার ঘরের নিখুঁত ডিজাইন আপনার রুচির বহিঃপ্রকাশ এবং এটি খাওয়ার রুচিকে আরে উন্নত করবে। নিচে ওয়াল এবং ফ্লোর টাইলসের সম্পর্কে আইডিয়া দেওয়া হলো- 

কাঠের টাইলস 

আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে কাঠের টাইলস অনেক বেশি প্রচলি। কাঠের টাইলস যেকোনো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে বহুগুণে। এটি মূলত দেখতে কাঠের মতো হলেও এটি এক ধরনের টাইলস। ঘরে উষ্ণ এবং নান্দনিক পরিবেশ তৈরি করে।

সিরামিক টাইলস 

আমাদের দেশে সব থেকে বেশি প্রচলিত টাইলস হচ্ছে সিরামিক টাইলস। এই টাইলস কে বিভিন্ন ধরনের শেপ দেয়া যায়। সিরামিক টাইলস স্বচ্ছ এবং প্রাণবন্ত লুক দিবে ডাইনিং রুমে। সিরামিক টাইলস দিয়ে আক্সেন্ট ওয়াল তৈরি করতে পারবেন।

সিরামিক টাইলস 

মার্বেল লুক টাইলস

মার্বেল লুক টাইলস অনেক টি মার্বেল এর মতো দেখতে হলেও এটি আসলে মার্বেল টাইলস নয়। এই টাইলস অনেক দামি এবং এর সৌন্দর্য বেশি হওয়ায় এর প্রতি মানুষের আলাদা আকৃষ্ট করে। আপনি চাইলে সিরামিক টাইলস দিয়ে খুব সহজে মার্বেল লুক টাইলস তৈরি করে নিতে পারবেন।

মোজাইক টাইলস

ডাইনিং রুমে উজ্জ্বল পরিবেশ তৈরি করতে মোজাইক টাইলস ব্যবহার করুন। এটি বিভিন্ন রঙিন টুকরা দিয়ে সাজানো হয়। ডাইনিং রুমের ওয়ালে বা ফ্লোরে উজ্জ্বল এবং আকর্ষণীয় ফিল আনবে।

ডাইনিং রুমের দরজার ডিজাইন

যেকোনো রুমের প্রবেশদ্বারে দরজা থাকে। দরজা বিভিন্ন ধরনের হয়ে থাকে। ডাইনিং রুমে কি রকম দরজা ব্যবহার করবেন তা নির্ভর করে আপনার রুচিবোধের উপর। ডাইনিং রুমের দরজা সম্পর্কে ধারণা দেওয়া হলো- 

কাঠের দরজা

ট্রেডিশনাল লুক দিতে কাঠের দরজা খুবই গুরুত্বপূর্ণ। এটি সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। সেগুন গাছের কাঠ অনেক শক্তিশালী এবং এই কাঠের দরজা অনেক দীর্ঘস্থায়ী হয়ে থাকে। বার্নিশ করার পর যেকোনো কাঠের দরজা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। 

গ্লাসের দরজা

ডাইনিং রুমকে আকর্ষণীয় করে তুলতে গ্লাসের দরজা ব্যবহার করতে পারেন। এই দরজা ব্যবহার করলে ডাইনিং রুমে বাহির থেকে আলো সরবরাহ করতে পারবে। চারপাশে মেটালের ফ্রেম দিতে পরেন। গ্লাসের বিভিন্ন ধরন রয়েছে। নিজের পছন্দ অনুযায়ী এটা পছন্দ করতে পারেন। 

স্লাইড ডোর

ছোট ডাইনিং রুমের জন্য স্লাইড ডোর প্রযোজ্য হতে পারে। স্লাইড ডোর এর জন্য অতিরিক্ত জায়গায় প্রয়োজন হয় না। এই দরজা খুব সহজে ওপেন করা যায়। তবে বাসা বাড়িতে এসব দরজা খুব বেশি ব্যবহার হয় না। 

ডাইনিং রুমের পর্দা ও কার্পেট ডিজাইন

ডাইনিং রুমের জন্য পর্দা এবং কার্পেট পছন্দ করার ক্ষেত্রে ডাইনিং রুমের রং, ফার্নিচার এবং টাইলসের সাথে সমন্বয় করে নির্বাচন করতে হবে। গাঢ় এবং উজ্জ্বল রং এড়িয়ে গিয়ে হালকা রং ডাইনিং রুমের জন্য কালার পছন্দ করা উচিত। এসব কালার খাবারের রুচি বৃদ্ধি করতে সাহায্য করে। 

পর্দা

ডাইনিং রুমে স্মার্ট এবং আকর্ষণীয় লুক দিতে পর্দার ব্যবহার করতে হবে। পর্দা এই রুম কে উঁচু এবং বড় দেখাবে। পর্দা বাহিরের গরম আলো ঢুকতে বাঁধা দিবে আর হালকা এবং নরম আলো প্রবেশ করাবে। ওয়াল টাইলস এবং অনন্য ফার্নিচারের সাথে সামঞ্জস্য রেখে পর্দা নির্বাচন করা উচিত। তাহলে ডাইনিং রুমের সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পাবে।

ডাইনিং রুমের পর্দা

কার্পেট

ফ্লোর মেট বা কার্পেট একটি গুরুত্বপূর্ণ উপাদান ডাইনিং রুমের জন্য। এটি টাইলস কে দাগ পড়া থেকে রক্ষা করার পাশাপাশি ডাইনিং রুমকে করবে প্রাণবন্ত। সম্পূর্ণ কার্পেট চেয়ার টেবিলের নিচে দিয়ে দিতে হবে। কার্পেটের রং নির্বাচন করার ক্ষেত্রে পর্দা, ফার্নিচার এবং ডাইনিং টেবিলের সামঞ্জস্য রাখতে হবে। তাহলে ডাইনিং রুমের সৌন্দর্য ফুটিয়ে উঠবে। 

ডাইনিং রুমের কার্পেট

শেষকথা

ডাইনিং রুম আমাদের ঘরের বিশেষ গুরুত্বপূর্ণ রুম। পরিবারের সদস্য অথবা অতিথি আপ্যায়নে এই রুমের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এই রুমের পরিবেশের উপর নির্ভর করে খাবারের রুচি বৃদ্ধি পায়। অনেক সময় এই রুম সাজানোর ক্ষেত্রে আমরা অবহেলা করে থাকি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *