গরমে ঘর ঠান্ডা রাখে যেসব ইনডোর প্লান্ট

ইনডোর প্লান্ট ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের বাতাসে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। গরম থেকে বাচঁতে ঘরে মানি প্লান্ট, স্পাইডার প্লান্ট, অ্যালোভেরাসহ আরো বিভিন্ন ইনডোর প্লান্ট রাখতে পারেন।

প্লান্ট গরমে ঘর ঠান্ডা রাখে যেসব ইনডোর প্লান্ট

তীব্র গরম থেকে প্রাকৃতিক ভাবে বাঁচতে গাছের বিকল্প নেই। ইনডোর গাছ আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর কে ঠান্ডা রাখতে সাহায্য করে। লোডশেডিং এবং দাবদাহের তীব্র গরম দেখা দেয়। তখন ঘরে একটু শীতল আবহাওয়া পেতে ঘরে ইনডোর গাছ লাগাতে পারেন। বারান্দায় কিংবা ঘরের ভিতর লাগাতে পারেন বেশ কিছু গাছ। যেগুলো আপনার ঘর কে রাখবে ঠান্ডা। 

গরম আমাদের জীবন কে অসহ্য করে তুলে। একটু বুদ্ধি খাটিয়ে ঘরে কিছু ইনডোর প্লান্ট রোপণ করে ঘরে আনতে পারেন শীতলের ছোঁয়া। এই গাছ আপনার ঘর কে শীতল করবে তার পাশাপাশি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে দ্বিগুণ।

আসুন জেনে নিই গরম থেকে বাঁচতে কি কি ইনডোর প্লান্ট ঘরে লাগাবেন।

অ্যালোভেরা

অ্যালোভেরা শুধু আপনার ঘর কে ঠান্ডাই রাখবে না এটির বিভিন্ন ওষুধি গুন রয়েছে। এই গাছ ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর কে গরম হয়ে যাওয়া থেকে রক্ষা করে। ঘরের মধ্যে বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড এবং কার্বন মনোক্সাইড সহ ক্ষতিকর জিনিস শোষণ করে নেয়। এই গাছ শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি , চর্মরোগ, পেট পরিষ্কার করার পাশাপাশি মুখের ব্রণ দূর করতে বেশ উপকারী। তাই ঘরে ইনডোর প্লান্ট রাখার চিন্তা ভাবনা করলে অবশ্যই তার মধ্যে একটি যেন অ্যালোভেরা হয়।

অ্যালোভেরা গাছ

অ্যালোভেরা যেভাবে ঘরকে ঠান্ডা রাখে

  • গরমকালে আশপাশের বাতাসে আর্দ্রতা যোগ করে পরিবেশ কে ঠান্ডা করে।
  • অ্যালোভেরা গাছের পাতা পানি শোষণ করে রাখতে পারে এবং প্রয়োজন অনুযায়ী তা সরবরাহ করে, যাতে ঘর ঠান্ডা থাকে। 
  • অ্যালোভেরা বাতাসে থাকা ক্ষতিকর টক্সিন চুষে নিয়ে বায়ু বিশুদ্ধ করে এবং বাতাসে অক্সিজেন ছাড়ে। যা ঘরকে ঠান্ডা করে এবং ঘরে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখে।
  • অন্য গাছের তুলনায় অ্যালোভেরা গাছ রাতে অক্সিজেন উৎপাদন বেশি করে। যা ঘরের বাতাসকে হালকা করে।

কোথায় রাখলে বেশি কার্যকরী হয়

  • বেডরুম 
  • জানালার পাশে

স্নেক প্লান্ট

বেডরুমে রাখার জন্য উপযুক্ত গাছ হচ্ছে স্নেক প্লান্ট। এটি সূর্যের আলো এবং পানি ছাড়া বেশ ভালো থাকে। বাতাসে থাকা টক্সিন পরিষ্কার করে অক্সিজেন সরবরাহ করার পাশাপাশি ঘরকে শীতল রাখতে কার্যকরী ভূমিকা রাখে। 

ধুলাবালির এই শহরে একটু সতেজ শ্বাস নেওয়ার জন্য ইনডোর প্লান্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্নেক প্লান্ট টেবিলের উপর একটি টবের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য দ্বিগুণ হয়, আবার বেলকনির পাশে অথবা জানালার পাশে সারিবদ্ধ ভাবে এই ইনডোর প্লান্ট সাজিয়ে রাখতে পারেন। খুব বেশি পরিচর্যা করতে হয় না এই গাছের। আলো বাতাস চলাচল করে এসব জায়গায় স্নেক প্লান্ট ভালো থাকে। সরাসরি সূর্যের আলোর প্রয়োজন হয় না। সপ্তাহে ২ বার পানি পরিষ্কার করলে স্নেক প্লান্ট ভালো থাকে।

স্নেক প্লান্ট

স্নেক প্লান্ট যেভাবে ঘর কে ঠান্ডা রাখে

  • অ্যালোভেরা এবং স্নেক প্লান্ট কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন উৎপাদন করে। যা বাতাসকে হালকা করে ঘরের পরিবেশ ঠান্ডা রাখে। 
  • স্নেক প্লান্টের পাতা পানি শোষণ করে এবং তা ধীরে ধীরে বাষ্পীয় করার মাধ্যমে ঘরকে ঠান্ডা রাখতো সাহায্য করে।
  • ঘরের অল্প আলোতে খুব সহজেই বেড়ে উঠতে পারে স্নেক প্লান্ট। এটি ঘরের বাতাসে থাকা ক্ষতিকর পদার্থ শোষণ করে ঘরকে রাখে ঠান্ডা।

কোথায় রাখলে বেশি কার্যকরী হয়

  • জানালার পাশে
  • বেডরুম 
  • ড্রয়িংরুম
  • রান্নাঘর

আরও পড়তে পারেন:

পানিতে ভালো থাকে যেসব ইনডোর প্লান্ট

স্নেক প্লান্টের উপকারিতা ও যত্ন

মানি প্লান্ট

ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে মানি প্লান্টের জুড়ি মেলা ভার। এই গাছ শুধু বাতাসই পরিশুদ্ধ করে না এবং ঘরও শীতল রাখে। একগুচ্ছ পাতা নিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। কম পরিচর্যায় বেঁচে থাকে এই গাছ।

সপ্তাহে একবার পানি পরিবর্তন করলে ভালো থাকে মানি প্লান্ট গাছ। শুধু পানিতেও রেখে দিলে ভালো থাকে এই গাছ। বাতাসে থাকা ক্ষতিকর টক্সিন চুষে নিয়ে বাতাস কে বিশুদ্ধ রাখে।

গৃহসজ্জায় অনেকের বাড়িতেই লতানো এই গাছ দেখা যায়। এটি বাতাস কে বিশুদ্ধ করে ঘরকে শীতল রাখে। বাতাসে থাকা ঘরে থাকা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে। তবে খেয়াল রাখতে হবে এই গাছের পাতা যেন হলুদ না হয়ে যায়। পাতা হলুদ হলে তৎক্ষণাৎ সে অংশ কেটে ফেলুন।

মানি প্লান্ট

মানি প্লান্ট যেভাবে ঘরকে ঠান্ডা রাখে

  • মানি প্লান্ট আর্দ্রতা ধরে রাখে এবং তা বাতাসে সরবরাহ করে। যার ফলে প্রচণ্ড গরমে ঘর ঠান্ডা থাকে। 
  • গাছ বাতাসে থাকা কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। যা বাতাসকে পরিশুদ্ধ এবং হালকা করে এবং ঘর ঠান্ডা মনে হয়।
  • গাছের পাতা পানি শোষণ করে এবং বাতাসে বাষ্প ছাড়ে। যার ফলে বাতাসে আর্দ্রতা বাড়ে এবং ঘর ঠান্ডা লাগে। 
  • গাছ সরাসরি সূর্যের তাপ শোষণ করে এবং ঘরে কম তাপ প্রবেশ করায়। যার ফলে ঘর তুলনামূলক কিছুটা ঠান্ডা থাকে। 
  • মানি প্লান্ট ঘরে বাতাসে থাকা ক্ষতিকর পদার্থ শোষণ করে। যার ফলে ঘর ঠান্ডা হয়।

কোথায় রাখলে বেশি কার্যকরী হয়

  • ঝুলন্ত অবস্থায় 
  • বারান্দায়
  • জানালার পাশে। 
  • রান্নাঘর বা বাথরুমের পাশে। 
  • বাতাস কম প্রবাহিত হয় এমন জায়গায়।

স্পাইডার প্লান্ট

সরাসরি সূর্যের আলো ছাড়া ভালো থাকে স্পাইডার প্লান্ট। এটি ঘরে থাকা টক্সিন বাতাস থেকে শুষে নিতে পারে। এই গাছ স্টাইরিন জাতীয় টক্সিন চুষে নিয়ে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে। কম আলোতেও বেঁচে থাকে এই গাছ। ঘরে থাকা দূষিত বাতাস কে বিশুদ্ধ করে ঘর কে রাখে শীতল।  

খুব বেশি পরিচর্যা করতে হয় না এই গাছের। ৭ দিন অথবা ১০ দিনে একবার পানি দিলে ভালো থাকে এই গাছ। টেবিলের উপর অথবা জানালার পাশে একটি টব অথবা ফুলদানি তে রাখলে ঘরের সৌন্দর্য বাড়বে। বারান্দায়ও ঝুলিয়ে রাখতে পারেন এই গাছ।

স্পাইডার প্লান্ট যেভাবে ঘর কে ঠান্ডা রাখে

  • স্পাইডার প্লান্ট বাতাসে থাকা ক্ষতিকর পদার্থ শোষণ করে এবং বাতাসকে পরিশুদ্ধ রাখে। যার ফলে ঘর হয় ঠান্ডা। 
  • স্পাইডার প্লান্ট মাটি থেকে পানি শোষণ করে এবং তা বাষ্প হিসেবে বাতাসে ছাড়ে। এই প্রক্রিয়ায় বাতাসের আর্দ্রতা বাড়ায় এবং তাপমাত্রা কমায়৷ যার ফলে ঘর ঠান্ডা থাকে। 
  • জানালার পাশে থাকা স্পাইডার প্লান্ট সূর্যের আলো ঘরে প্রবেশ করতে বাধা দেয়। 
  • এই গাছ সূর্যের তাপ শোষণ করার মাধ্যমে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে।
  • প্রচণ্ড গরমে আর্দ্রতা ধরে রাখতে পারে স্পাইডার প্লান্ট। যা অস্বস্তিকর পরিবেশ থেকে রক্ষা করে।

কোথায় রাখলে বেশি কার্যকরী হয়

  • ঝুলন্ত অবস্থায় 
  • জানালার পাশে 
  • বেডরুমে
  • রান্নাঘর এবং বাথরুমে

পিস লিলি

পিস লিলি গাছে একগুচ্ছ সবুজ পাতার মধ্যে থাকে উজ্জ্বল সাদা ফুল। এই ফুলে রয়েছে সুন্দর সুগন্ধ যা খুব সহজেই সবার মনকে আকৃষ্ট করে। পিস লিলি বেঁচে থাকার জন্য সরাসরি সূর্যের আলোর প্রয়োজন হয় না। ঘরের ভিতরে কম আলোতে ভালো থাকে এই গাছ। বাতাসে উপস্থিত থাকা রাসায়নিক এবং টক্সিন নিমিষেই শুষে নিয়ে বাতাস পরিষ্কার করে ঘরকে শীতল রাখে। তবে পিস লিলি গাছ শিশুদের থেকে দূরে রাখা ভালো।

পিস লিলি

পিস লিলি যেভাবে ঘরকে ঠান্ডা রাখে

  • পিস লিলি প্লান্ট ঘরের বাতাসে থাকা ক্ষতিকর পদার্থ শোষণ করে এবং ঘরের পরিবেশকে রাখে স্বাস্থ্যকর। 
  • অক্সিজেন উৎপাদন এবং সরবরাহের মাধ্যমে ঘরের বাতাসকে হালকা করে এবং ঘরে ঠান্ডা একটি পরিবেশ তৈরি করে। 
  • বাতাসে আর্দ্রতা ধরে রাখতে সক্ষম এই গাছ। যা তীব্র গরমে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করে।
  • পানি শোষণ করতে পারে পিস লিলি গাছ। গাছের শেকড় পানি শোষণ করে এবং তা পাতা দিয়ে বাতাসে সরবরাহ করে। যার মাধ্যমে ঘরের বাতাস আর্দ্রতা ধরে রাখে এবং ঘরকে ঠান্ডা রাখে।

কোথায় রাখলে বেশি কার্যকরী হবে

  • বেডরুম 
  • জানালার পাশে
  • রান্নাঘর 
  • বাথরুম

ইনডোর প্লান্টের যত্ন যেভাবে নিবেন

  • ইনডোর প্লান্ট সরাসরি সূর্যের আলোতে রাখবেন না। 
  • গাছের পাতা ভেজা কাপড় দিয়ে নিয়মিত পরিষ্কার করুন।
  • পর্যাপ্ত আলো বাতাস আছে এমন জায়গায় গাছ রাখুন।
  • অতিরিক্ত পানি দিবেন না। নিয়ম মেনে পানি দিবেন।
  • যে সব গাছ পানিতে রোপণ করবেন, সেগুলোর নিয়মিত পানি পরিষ্কার করুন।

ইনডোর প্লান্ট ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরের বাতাসে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এসব গাছ তীব্র গরমে ঘরের পরিবেশকে স্বাস্থ্যকর এবং মনোরম রাখতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *