ঘরের আসবাবপত্র কীভাবে ভালো রাখবেন
শোভা বাড়ানোর জন্য ঘরে বিভিন্ন ধরনের আসবাবপত্র রাখা হয়। আসবাবপত্রের যত্ন না নিলে তা অল্প দিনে খারাপ হয়ে যায়। তাই নিয়মিত আসবাবপত্র পরিষ্কার রাখতে হবে।

ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে আসবাবপত্র আবার আসবাবপত্র নষ্ট হয়ে থাকলে ঘরের সৌন্দর্য বিনষ্ট হয়। ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য মানুষ বিভিন্ন ধরনের আসবাবপত্র ঘরের মধ্যে রাখেন। নানা উপকরণ দিয়ে এসব আসবাবপত্র তৈরি করা হয়। যে ধরনের আসবাবই হোক না কেন তা নিয়মিত পরিষ্কার করতে হবে। অন্যথায় ধুলাবালি বসে আসবাবপত্র নষ্ট হয়ে যেতে পারে। সঠিকভাবে সুন্দর করে যত্ন নিলে এ-সব আসবাবপত্র টিকবে দিনের পর দিন।
কাঠের আসবাবের যত্ন
কাঠের আসবাব সাধারণত বার্নিশ করা থাকে। বার্নিশ করা আসবাবপত্রের ধুলাবালি শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিলে হয়। সবসময় মনে রাখবেন এই ধরনের আসবাবপত্র পানি থেকে দূরে রাখতে। পানি লাগলে বার্নিশ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

কাঠের আসবাব সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে। ঘরের মধ্যে সরাসরি সূর্যের আলো পড়ে ওইসব স্থানে কাঠের আসবাব রাখা যাবে না।
পানি থেকে কাঠের আসবাবপত্র দূরে রাখতে হবে। পানি লাগলে কাঠের আসবাব অল্পতেই নষ্ট হয়ে যায়। বর্ষার সময় দেয়াল এবং জানালা থেকে দূরে রাখতে হবে। দেয়াল থেকে আর্দ্রতা টানতে পারে।
নিয়মিত পরিষ্কার করুন
কাঠের আসবাবে বিভিন্ন দাগ বসতে পারে। এই আসবাবে দাগ বসলে সেগুলো সাবান-পানি দিয়ে হালকা ভেজা কাপড় দিয়ে মুছে দিতে হবে।
কাঠের আসবাবে ধুলাবালি বসতে পারে। শুকনো কাপড় দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে। তবে ময়লা যদি বেশি হয় তাহলে সামান্য ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। তবে খেয়াল রাখতে হবে কাঠের আসবাব বেশি ভেজানো যাবে না।
সূর্যের আলো থেকে দূরে রাখুন
সূর্যের আলো থেকে যেকোনো ধরনের আসবাব দূরে রাখা উচিত। রোধে কাঠের আসবাব ফেটে যেতে পারে এবং কাঠের বার্নিশ নষ্ট হয়ে যেতে পারে। তাই আসবাব এমন জায়গায় রাখা উচিত যেখানে সূর্যের আলো পড়ে না। অতিরিক্ত গরম কাঠের আসবাবের জন্য ক্ষতিকর। গরমে আসবাব শুকিয়ে ফাটল ধরতে পারে।
বার্নিশ করুন
কাঠের উজ্জ্বলতা ধরে রাখার জন্য প্রতি বছরে অন্তত ১ বার বার্নিশ করুন। বার্নিশ করলে কাঠের আসবাবপত্র পানি এবং রোধ থেকে কিছুটা রক্ষা পাবে।
পানির সংস্পর্শ থেকে দূরে রাখুন
পানি কাঠের আসবাবপত্রের জন্য বিপজ্জনক। কাঠের আসবাবে পানি লাগলে কাঠ ফুলে যাবে অথবা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
গরম পাতিল কাঠের কোনো আসবাবপত্রে রাখা যাবে না। যেমন- চা, কফি, অথবা গরম পানির গ্লাস টেবিল অথবা অন্য কোন আসবাবপত্রে রাখা যাবে না।
সমতল জায়গায় রাখুন
যেকোনো আসবাবপত্র সমতল জায়গায় রাখা উচিত। তাহলে আসবাবপত্রে সঠিক ভারসাম্য থাকবে। এদিক ওদিক নাড়াচাড়া করবে না। বেশি নাড়াচাড়া করলে আসবাবপত্রের পা ক্ষতিগ্রস্ত হতে পারে। যার ফলে আসবাবপত্র ভেঙে যেতে পারে।
আরও পড়তে পারেন:
বাড়ির অবহেলিত খালি জায়গাগুলো সাজিয়ে তুলবেন যেভাবে
গিজার ব্যবহার করার নিয়ম ও সতর্কতা
বেতের আসবাবের যত্ন
বেত থেকে বর্তমানে চেয়ার, টেবিল, দোলনাসহ আরো বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি হচ্ছে। এই আসবাবগুলো খুবই দৃষ্টিনন্দন হয়ে থাকে। বেত দিয়ে তৈরি হচ্ছে নানান আসবাবপত্র। শুধু বেত দিয়ে নয় বর্তমানে বাঁশ, হোগলা দিয়েও বিভিন্ন আসবাব তৈরি হচ্ছে।
রোধ থেকে দূরে রাখতে হবে এসব আসবাবপত্র। রোধ পড়লে শুকিয়ে যেতে পারে বেতের আসবাব। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এসব আসবাব খুব সহজেই শুষ্ক হয়ে যায়। আর্দ্রতা পাওয়ার জন্য প্রয়োজনে ভেজা কাপড় দিয়ে মুছে দিতে পারেন। পানির পরিমাণ বেশি হয়ে স্যাঁতস্যাঁতে হলে আবার রং নষ্ট হয়ে যাবে। বেতের আসবাব যত্ন নেওয়ার কিছু টিপস দেওয়া হলো-

রোদ এবং সূর্য থেকে দূরে রাখতে হবে
বেতের আসবাব বেশিক্ষণ রোদে রাখা যাবে না। এই আসবাব রোধে রাখলে শুকিয়ে ফুলে যাবে, তাই সরাসরি সূর্যের আলো এড়িয়ে বেতের আসবাব রাখতে হবে।
ছাঁদ অথবা বারান্দায় বেতের আসবাব রাখলে, বৃষ্টি হলে তা কভার করে দিন অথবা ঘরের ভিতরে ঢুকিয়ে রাখুন। বেতের আসবাবে পানি লাগলে তার স্থায়িত্ব কমে যাবে।
অতিরিক্ত চাপ দেওয়া যাবে না
বেতের আসবাব খুব হালকা হয়ে থাকে, তাই অতিরিক্ত ওজন বা ভারী জিনিস রাখা যাবে না। সতর্কতার সাথে বেতের আসবাবপত্র ব্যবহার করলে দীর্ঘদিন টিকে থাকবে।
নিয়মিত পরিষ্কার রাখুন
বেতের আসবাব নিয়মিত পরিষ্কার করতে হবে, যদি সম্ভব হয় প্রতিদিন নরম শুকনো কাপড় দিয়ে মুছুন। হালকা গরম পানির সাথে সামান্য সাবান দিয়ে মুছুন তারপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন।
পোকামাকড় থেকে রক্ষা পেতে আসবাবের আশেপাশে নিমপাতা রাখুন। পোকামাকড়ের আক্রমণ বেশি হলে বোরিক পাউডার ছিটিয়ে দিন।
বার্নিশ করুন
বার্নিশ যেকোনো আসবাবপত্রের জন্য উপকারী। বেতের আসবাবপত্র প্রতি বছর অন্তত ১ বার বার্নিশ অথবা পলিশ করুন। তাহলে আসবাবপত্রের উজ্জ্বলতা রক্ষা পাবে এবং আসবাবপত্র টিকসই হবে।
চামড়া এবং কাপড়ে মোড়ানো আসবাবের যত্ন
চামড়ার আসবাবের আভিজাত্যের ধরনই আলাদা। এটি দেখতে খুবই সুন্দর হয়। তবে চামড়ার আসবাবপত্রের একটি সমস্যা হচ্ছে চামড়া তাড়াতাড়ি শুকিয়ে যায়। সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে এসব আসবাব।
খুবই সচেতনতার সাথে ব্যবহার করতে হয় চামড়ায় মোড়ানো আসবাবপত্র। ভেজা কাপড় দিয়ে হাকলা ভাবে পরিষ্কার করে নিতে হবে। চামড়ার মোড়ানো আসবাব দীর্ঘদিন ভালো রাখতে কিছু যত্নের প্রয়োজন হয়।
কাপড় মোড়ানো আসবাব বর্তমানে খুবই জনপ্রিয়। এটির সৌন্দর্য বহন করে উপরের কাপড়গুলো। বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারের হয়ে থাকে এসব আসবাবপত্র। ধুলা বসতে পারে কাপড়ের উপর। নিয়মিত ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে।
কাপড়ে মোড়ানো আসবাবপত্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সোফা এবং চেয়ার। বেকিং সোডা, ভিনেগার, ডিশ ওয়াশিং লিকুইড ইত্যাদি ব্যবহার করে ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন। এই আসবাব প্রতিদিন পরিষ্কার করতে হয়। কাপড়ে দাগ পড়লে দাগ দ্রুত তুলে ফেলতে হয়।
চামড়ায় মোড়ানো এবং কাপড়ে মোড়ানো আসবাবপত্রের প্রধান সৌন্দর্য হচ্ছে উপরের অংশ। নিদিষ্ট কিছু নিয়ম অনুসরণ করে এই সব আসবাবপত্র দীর্ঘদিন ভালো রাখা যায়।
নিয়মিত পরিষ্কার করুন
কাপড় এবং চামড়ায় মোড়ানো আসবাব প্রতিদিন পরিষ্কার করুন। এসব আসবাবের উপরের অংশ বেশি গুরুত্বপূর্ণ। উপরের অংশ ময়লা বসতে দেওয়া যাবে না। নরম কাপড় অথবা ব্রাশ দিয়ে ধুলাবালি মুছে ফেলুন।
কোনাকুনি এবং সেলাইয়ের জায়গা ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার করুন। চামড়ার আসবাব আলতোভাবে পরিষ্কার করুন। কাপড়ে মোড়ানো আসবাবের ক্ষেত্রে সম্ভব হলে কাপড়টি ড্রাই ওয়াশ করান।
রোদ এবং বৃষ্টি থেকে রক্ষা করুন
কাপড়ে মোড়ানো আসবাব সূর্যের আলো এবং পানি থেকে দূরে রাখুন। সূর্যের আলো কাপড়ের উজ্জ্বলতা নষ্ট করবে এবং চা, কফি ইত্যাদি থেকে কাপড়ের দাগ পড়তে পারে। পানি এবং সূর্যের আলো উভয় এই আসবাবের জন্য ক্ষতিকর।
সূর্যের আলোয় চামড়ায় মোড়ানো আসবাবের রং ফিকে হয়ে যেতে পারে। ঘরের যে সকল স্থানে সূর্যের আলো পড়ে সেখানে এই আসবাব রাখা যাবে না। প্রয়োজনে জানালায় পর্দা ব্যবহার করুন। পানি জমতে পারে এসব জায়গায় চামড়ার আসবাব রাখার যাবে না। আর্দ্রতায় চামড়ায় ছত্রাক অথবা ফাঙ্গাস তৈরি হতে পারে।
দ্রুত দাগ পরিষ্কার করুন
আসবাবে কিছু পড়ে গেলে শুকনো কাপড় অথবা নরম কাপড় দিয়ে দ্রুত পরিষ্কার করে ফেলুন। কোন ভাবেই দাগ পড়তে দেওয়া যাবে না। দাগ পড়ে গেলে এসব আসবাবের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তাই দাগ নিয়ে সবসময় সতর্ক থাকতে হবে। কোনো দাগ পড়লে গরম পানির সাথে হালকা ডিটারজেন্ট মিশিয়ে নরম কাপড় দিয়ে আলতোভাবে মুছে ফেলুন। তারপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেলুন।
দুর্গন্ধ এবং পোকামাকড় দূর করুন
দীর্ঘদিন পরিষ্কার না করলে কাপড়ে এবং চামড়ায় মোড়ানো আসবাবপত্রে দুর্গন্ধ এবং পোকামাকড়ের আক্রমণ হতে পারে। তাই দুর্গন্ধ দূর করতে এরায় ফ্রেশনার ব্যবহার করুন।
পোকামাকড় থেকে আসবাবপত্র কে রক্ষা করতে বেকিং সোডা এবং নিমপাতা ছিটিয়ে দিন। তাহলে আসবাবপত্র থেকে পোকামাকড় দূর হয়ে যাবে।
শেষকথা
আসবাবপত্র ঘরের শোভা বৃদ্ধি করে। বাজারে বিভিন্ন ধরনের আসবাব রয়েছে। এসব আসবাব নানা উপকরণ দিয়ে তৈরি হয় । যে ধরনের আসবাব হোক না কেন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আসবাবপত্রের ধরন অনুযায়ী যত্ন নিতে হবে। যত্ন না নিলে যেকোনো আসবাব বেশি দিন ভালো থাকবে না। পানি এবং সূর্যের আলো থেকে আসবাবপত্র সবসময় দূরে রাখতে হবে।