বারান্দা সাজানোর সেরা ৫টি আইডিয়া

বারান্দা আমাদের শখের জায়গাগুলোর মধ্যে একটি। তাই, বারান্দাকে সাজিয়ে তুলুন দৃষ্টিনন্দন সাজে।

বারান্দা সাজানোর সেরা ৫টি উপায়

বাসার মধ্যে পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি হচ্ছে বারান্দা। দিনের সকল ব্যস্ততা শেষ করে একটু শান্তির শ্বাস নেওয়ার জন্য বারান্দা হচ্ছে মূখ্যম জায়গা। আমরা বারান্দাকে বিভিন্ন ভাবে সাজাতে পারি। ফুল, আসবাব, দোলনা এবং গাছ সহ আরো বিভিন্ন উপাদান দিয়ে বারান্দা সাজাতে পারেন। গাছপালা দিয়ে সাজিয়ে বারান্দাকে বানিয়ে ফেলতে পারেন একটি সবুজ বাগান।

বারান্দা কে প্রাণবন্ত করে তোলার জন্য একটি নান্দনিক সাজ উপযোগী। আপনার ব্যালকনির সাজ নির্ভর করবে তার দৈর্ঘ্যের উপর। যদি ব্যালকনি বা বারান্দা বড় হয় তাহলে সেখানে সাজ হবে ব্যাপক আর ছোট ব্যালকনির জন্য প্রয়োজন রুচিশীল সাজ।

আজকের ব্লগে আপনার শখের বারান্দা সাজানোর আইডিয়া দেওয়া হলো-

ইনডোর প্লান্ট দিয়ে বারান্দা সাজান

ঘর অথবা বারান্দা সাজাতে ইনডোর প্লান্টের ব্যবহার খুব প্রচলিত। বারান্দার সৌন্দর্য বাড়ায় এইসব গাছ।

প্লান্ট স্ট্যান্ড


স্ট্যান্ডে বিভিন্ন গাছ রেখে বারান্দা সাজাতে পারেন। স্ট্যান্ডে গাছ রাখলে বারান্দাকে অনেক বেশি গোছানো মনে হবে এবং বারান্দার সৌন্দর্য বৃদ্ধি পাবে। দুই প্রকারের স্ট্যান্ড দিয়ে বারান্দা সাজাতে পারবেন। মাল্টিলেভেল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড

মাল্টিলেভেল স্ট্যান্ড


এই স্ট্যান্ডে অনেকগুলো গাছ রাখা যায়। মাল্টিলেভেল স্ট্যান্ড ব্যবহার করলে জায়গার অপচয় না। একটি স্ট্যান্ডে অনেকগুলো গাছ রাখতে পারবেন। বিভিন্ন ধরনের উপাদান দিয়ে এসব স্ট্যান্ড বানানো যায়। তবে তার মধ্যে স্টিল, লোহা এবং কাঠ বেশি ব্যবহার হয়ে থাকে।

সিঙ্গেল স্ট্যান্ড


এই স্ট্যান্ডে যে একটি গাছ রাখা যায় ব্যাপারটা এই রকম নয়। তাক সিস্টেম করে স্ট্যান্ড করলে এই স্ট্যান্ডে কয়েকটি গাছ রাখা যায়। সিঙ্গেল স্ট্যান্ড বারান্দার যেকোনো ফাঁকা স্থানে রাখতে পারেন।

ঝুলন্ত টব


বারান্দায় বিভিন্ন টব এবং পট ঝুলিয়ে সেগুলোতে বিভিন্ন গাছ রাখতে পারেন। বারান্দার সামনের পাশে অথবা ওয়ালের সাথে এসব পট ঝুলিয়ে সেখানে গাছ রাখতে পারেন। লতানো গাছ হিসেবে মানি প্লান্ট টবে ঝুলিয়ে রাখতে পারেন। মানি প্লান্ট ছাড়াও স্পাইডার প্লান্ট, লাকি ব্যাম্বু সহ আরো অনন্য গাছ হ্যাঙ্গিং করে রাখতে পারেন।

শেলফ রাখতে পারেন


বারান্দায় বিভিন্ন ধরনের শেলফ রাখতে পারেন। শেলফ ওয়ালের সাথে লাগিয়ে তার ভিতরে বিভিন্ন প্রজাতির ছোট এবং লতানো গাছ অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন। শেলফের ভিতরে যেকোন জিনিসপত্র রাখলে বারান্দা কে অনেক গুছানো মনে হবে।

ভেষজ বাগান


বারান্দায় ছোট একটি ভেষজ বাগান করতে পারেন। ধনে পাতা অথবা লেবু গাছ লাগাতে পারেন। টবের মধ্যে এই জাতীয় গাছ লাগাতে পারেন।

নডোর প্লান্ট সম্পর্কে আরও পড়তে পারেন: মানি প্লান্ট গাছের উপকারিতা ও যত্ন

আসবাবপত্র দিয়ে বারান্দা সাজান

বারান্দায় খুব বেশি জায়গায় থাকে না। সেখানে একটি রকিং চেয়ার রাখতে পারেন। জায়গা বেশি না থাকায় চেয়ার-টেবিল এড়িয়ে যাওয়া ভালো।

বারান্দার জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে টুল। বাজারের দোকানে বিভিন্ন বসার টুল পাওয়া যায়। সেখান থেকে নিতে পারেন।

বারান্দা খুব বেশি বড় না হলে মেঝেতে ফ্লোর ম্যাট দিয়ে বাসার ব্যবস্থা করতে পারেন। মাঝখানে একটি লম্বা টি টেবিল রেখে দিয়ে তার দুইপাশে বসার ব্যবস্থা করে নিতে পারেন। এটি নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

আসবাবপত্র সম্পর্কে আরও পড়তে পারেন: ঘরের আসবাবপত্র কীভাবে ভালো রাখবেন

দোলনা দিয়ে বারান্দা সাজান

বারান্দায় দোলনার ব্যবহারের প্রচলন অনেক বেশি। মনোমুগ্ধকর সময় কাটাতে দোলনার প্রয়োজন খুব বেশি। বর্তমানে বাজারে বেত এবং প্লাস্টিকের বিভিন্ন দোলনা পাওয়া যায়। বারান্দার জায়গা বুঝে দোলনা লাগাতে পারেন। বারান্দার সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করতে পারে এই সুন্দর একটি দোলনা৷

আলোকসজ্জা দিয়ে বারান্দা সাজান

বারান্দাকে উজ্জ্বল এবং আকর্ষণীয় করে তুলতে দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবহার করুন। রেলিং জুড়ে লাইট লাগিয়ে, রাতের বেলা অসাধারণ একটি সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ইনডোর প্লান্টের টব বা পটের সাথে লাইট সংযুক্ত করে রাখতে পারেন। গাছের সাথে থাকা লাইটের আলোতে দারুণ একটি পরিবেশ তৈরি হবে।

বারান্দায় একটু রোমান্টিক আবহ তৈরি করতে কিছু ঝুলন্ত লাইট এবং সাথে মোমবাতি রাখতে পারেন। থিম লাইট ব্যবহার করে বারান্দার রোমাঞ্চকর পরিবেশ আরো উজ্জ্বল করুন। সঠিক আলোকসজ্জা দিয়ে বারান্দাকে করুন প্রাণবন্ত।

বেডরুমের আদলে সাজিয়ে তুলুন

বারান্দাকে করে তুলুন বেডরুমের মত আকর্ষণীয়। আসবাবপত্র, লাইটিং, কার্পেট এবং দেয়ালকে বিভিন্ন ভাবে সাজিয়ে বারান্দা কে করে তুলুন প্রাণবন্ত।

প্রথমত ফ্লোরে কার্পেট বিছিয়ে নিতে পারেন। কার্পেটের উপর রাখতে পারেন আপনার পছন্দমতো আসবাবপত্র। বারান্দার ক্ষেত্রে বেতের আসবাব বেশি প্রযোজ্য। বিভিন্ন হ্যাঙ্গিং পট দিয়ে ওয়াল কে সাজিয়ে তুলুন নিজের মত করে। পটগুলোতে রাখতে পারেন বিভিন্ন গাছ।

বেডরুমের আদলে লাইটিং করতে পারেন। ঝুলন্ত ল্যাম্প এবং বিভিন্ন হ্যাঙ্গিং লাইট দিয়ে বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করুন।

শেষকথা

বারান্দাকে সাজিয়ে করতে পারেন

বারান্দাকে সাজিয়ে করতে পারেন প্রাণবন্ত। বারান্দা সাজানোর সৃজনশীল মনোভাব অনুযায়ী বারান্দা সাজিয়ে নিতে পারেন নিজের মত করে। আপনার রুচির পরিচয় বহন করে আপনার বারান্দা এবং বেডরুম। তাই বারান্দাকে সাজিয়ে তুলুন নিজের পছন্দ মত।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *