প্লাস্টিকের বোতল দিয়ে ঘর সাজানোর চমৎকার ৮ টি আইডিয়া 

প্লাস্টিকের বোতল বা ফেলনা জিনিস দিয়ে ঘর সাজানোর বিভিন্ন জিনিস বানানো যায়, যা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে।

প্লাস্টিকের বোতল দিয়ে ঘর সাজানোর চমৎকার ৮টি আইডিয়া

অব্যবহারিত প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে তা থেকে তৈরি করুন ঘর সাজানোর বিভিন্ন জিনিস। ঘরে শুধু বোতল নয়, এমন অনেক জিনিস রয়েছে যেগুলো দিয়ে খুব সহজেই অনেক কিছু তৈরি করা যায়। কাঁচের বোতল, গয়না, পুরোনো কাপড়, কাগজ, টিনের কৌটো সহ আরো অনেক অব্যবহারিত জিনিস রয়েছে, যেগুলো দিয়ে ঘর সাজানোর বিভিন্ন জিনিস বানানো যায়। 

অব্যবহারিত বোতল দিয়ে ফুলদানি, কলমদানি অথবা ছোট গাছের টব হিসেবে কাজে লাগাতে পারেন। এছাড়াও ব্রাশ হোল্ডার, সো-পিস, বাচ্চাদের খেলনা, রোবটসহ আরো অনেক কিছু তৈরি করা যায় বোতল দিয়ে। 

প্লাস্টিকের বোতল দিয়ে কি কি বানানো যায় তার সম্পর্কে আইডিয়া দেওয়া হলো- 

ফুলদানি 

প্লাস্টিকের বোতল দিয়ে বিভিন্ন ধরনের ফুলদানি তৈরি করা যায়। ঘরোয়া জিনিস ব্যবহার করে কোন রকম ঝামেলা ছাড়াই স্বল্প সময়ে প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি তৈরি করা যায়। এই ফুলদানি কে সুন্দর ভাবে কাস্টমাইজড করে ঘর সাজাতে পারেন। এগুলো খুবই দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয়ে থাকে।

প্রথমে নিদিষ্ট ডিজাইনে বোতলকে কেটে নিয়ে ফুলদানি তৈরি করে নিতে হবে। তারপর পছন্দমতো রং অথবা রঙিন কাগজ দিয়ে কাস্টমাইজড করে নিতে পারেন। 

আরও পড়তে পারেন: প্লাস্টিকের বোতল দিয়ে ফুলদানি বানানোর অসাধরণ আইডিয়া

পেন এবং ব্রাশ হোল্ডার 

প্লাস্টিক এর বোতল দিয়ে খুব সহজেই কলমদানি এবং ব্রাশ হোল্ডার বানানো যায়। এর জন্য ছোট বা মাঝারি সাইজের বোতল সিলেক্ট করতে হবে। বোতলের মাঝ বরাবর অথবা উপরের অংশ সাইজ মতো কেটে নিন। তারপর রঙিন কাগজ এবং কাপড় দিয়ে পছন্দমতো সাজিয়ে নিন।

প্লাস্টিকের বোতল দিয়ে পেন এবং ব্রাশ হোল্ডার 

সেচ ব্যাবস্থা

কৃষি কাজ অথবা ইনডোর প্লান্টে পানি দেওয়ার জন্য প্লাস্টিকের বোতল দিয়ে সেচের ব্যবস্থা করতে পারেন। এস জন্য বোতলের মুখে ছিদ্র করে নিতে হবে। তাহলে কম পানি দিয়ে দীর্ঘক্ষণ পানি দিতে পারবেন এবং এতে গাছে অতিরিক্ত পানি পড়া থেকে রক্ষা পাওয়া যায়।

গাড়ি এবং রোবট 

প্লাস্টিকের বোতল দিয়ে বাচ্চাদের অসাধারণ খেলনা তৈরি করতে পারবেন। এটি দিয়ে বাচ্চাদের জন্য গাড়ি এবং রোবট বানাতে পারেন। 

গাছের টব

বোতল কেটে ঘরে থাকা ইনডোর প্লান্টের জন্য টব বানিয়ে নিতে পারেন। বোতলকে ভালোভাবে পরিষ্কার করে কেটে বা উল্টো করে ঝুলিয়ে গাছের টব তৈরি করা যায়। 

প্লাস্টিকের বোতল দিয়ে গাছের টব

মোবাইল স্ট্যান্ড ও মোবাইল হোল্ডার

মোবাইল রাখার জন্য চমৎকার একটি স্ট্যান্ড এবং হেল্ডার তৈরি করে নিতে পারেন প্লাস্টিকের বোতল দিয়ে। বোতলের মাঝখানে কেটে নিচের অংশ দিয়ে স্টান্ড বা হোল্ডার বানিয়ে নিতে পারেন। 

ময়লার বক্স

প্রথমে বড় একটি বোতল নির্বাচন করে নিতে হবে। তারপর বোতলের মুখের অংশ কেটে ফেলে দিলে ছোট একটি ময়লার বক্স তৈরি হয়ে যাবে। আপনি চাইলে বিভিন্ন রং অথবা রঙিন কাগজ দিয়ে হালকা কাস্টমাইজ করে নিতে পারেন। এই ছোট ময়লার বক্সটি বেডরুম অথবা রান্নাঘরে রাখতে পারেন।

কনটেইনার বা বীজ সংরক্ষণ পাত্র

বোতলটি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিন এবং ভালোভাবে রোদে শুকিয়ে নিন। শুকানোর পর বীজ সংরক্ষণ করার পাত্র হিসেবে ব্যবহার করতে পারেন। 

প্লাস্টিকের বোতল দিয়ে কনটেইনার

শেষকথা

প্লাস্টিকের বোতল থেকে ঘর সাজানোর বিভিন্ন জিনিস তৈরি করা যায়। যা খুবই নান্দনিক এবং আকর্ষণীয় হয়ে থাকে। এসব জিনিস ঘরে বসে বানানো যায়। আপনার সৃজনশীল মনোভাব দিয়ে ফেলনা জিনিস ব্যবহার করে ঘর সাজানোর বিভিন্ন জিনিস তৈরি করে নিতে পারেন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *