বাথরুমের জন্য ৬টি সেরা টাইলস ডিজাইন ২০২৫

বাথরুমের সৌন্দর্য নির্ভর করে টাইলসের উপর। বাথরুমের মেঝে এবং দেয়ালের সাথে কম্বিনেশন করে টাইলস নির্বাচন করতে হবে। তাহলে বাথরুমের সৌন্দর্য ফুটে উঠবে।

বাথরুমের জন্য ৬টি সেরা টাইলস ডিজাইন ২০২৫

বাথরুম সাজাতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে ফোকাস করা জরুরি। বাথরুমের নকশার উপর নির্ভর করে বাথরুম কি ডিজাইনে সাজানো যাবে। বাথরুমের মেঝে এবং ওয়ালের কালার কম্বিনেশন করে টাইলস নির্ধারণ করতে পারেন। সবসময় পানি থাকার কারণে বাথরুমে যেকোনো টাইলস লাগানো প্রযোজ্য হবে না।

টাইলস বাথরুমের সৌন্দর্য বৃদ্ধি করে। বর্তমানে টাইলস ছাড়া বাথরুম কল্পনাই করা যায় না। বাথরুমে কি রকম টাইলস বসাবেন তা নির্ভর করে আপনার রুচির উপর। আপনার রুচিশীল মনোভাব দিয়ে বাথরুম কে সাজিয়ে করে তুলুন প্রাণবন্ত। বাথরুমের মেঝে এবং ওয়ালের টাইলস ডিজাইন সম্পর্কে আইডিয়া দেওয়া হলো-

মোজাইক টাইলস 

কাচ, মার্বেল, স্টোন সহ আরো বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি হয় মোজাইক টাইলস। মোজাইক টাইলসের ছোট ছোট টুকরো গুলো মিশে থাকে যা টাইলসের সৌন্দর্য বৃদ্ধি করে। দেয়াল বা ফ্লোর হাইলাইটস করতে এই টাইলস বেশি ব্যবহৃত হয়। মোজাইক টাইলসে আলোর প্রতিফলন হয় যা বাথরুমে রাজকীয় লুক দেয়। 

mosaic-tailes

মার্বেল টাইলস

টাইলসের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় টাইলস হচ্ছে মার্বেল টাইলস। এটি কিছুটা ব্যয়বহুল হলেও বাথরুমে একটি আকর্ষণীয় লুক এনে দেয়। মার্বেল টাইলস টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এটি খুব সহজে পরিষ্কার করা যায়। যার কারণে এটি সবার অনেক পছন্দের একটি টাইলস। 

মার্বেল টাইলস

ষড়ভুজ টাইলস

হেক্সাগন টাইলস হচ্ছে একটি ষড়ভুজ আকৃতির টাইলস। এগুলোর ছয়টি কর্নার থাকে বলে এগুলো কে মূলত হেক্সাগন বলা হয়। হেক্সাগন টাইলসে উচ্চ এবং নিম্ন তাপ পরিতাপের অসাধারণ তাপীয় বৈশিষ্ট্য রয়েছে। ষড়ভুজের এই টাইলস শক্তিশালী হয়ে থাকে এবং ভারী লোড বহন করতে সক্ষম।। কালোর সাথে সাদা অথবা প্যাস্টেল কালার এর মিশ্রণ বাথরুমের সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করবে। 

hexagon tailes

সিরামিক টাইলস

জনপ্রিয় একটি হচ্ছে সিরামিক টাইল। সিরামিক টাইলস টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এটি উজ্জ্বল চকচকে সাদা হয়ে থাকে। এই টাইলসের ফিনিশিং অনেক সুন্দর হয়ে থাকে। সিরামিক টাইলস যেমন দামে সাশ্রয়ী তেমনি এটি স্থাপন করতে অনেক সহজ। এটি কাটতে এবং বসাতে অনেক সহজ। সিরামিক টাইলস বাথরুম এর ফ্লোর এবং দেয়াল উভয় জায়গায় বসাতে পারেন। মার্বেল, কাঠের লুক দিতে পারবেন সিরামিক টাইলস দিয়ে। তবে এটি ফ্লোরে বসালে পিচ্ছিল হতে পারে।

আরও পড়তে পারেন: বারান্দার জন্য ৭টি সেরা ওয়াল টাইলস

ট্রায়াঙ্গেল টাইলস

ত্রিভুজ আকৃতির এই টাইলস বাথরুমের ওয়াল বা দেয়াল উভয় জাগায় বসানো যাই। এটি বিভিন্ন কালারের হয়ে থাকে। বিভিন্ন রঙের কন্ট্রাস্ট মিক্স করে বিভিন্ন প্যাটার্ন  তৈরি করা যায়। কালো রঙের ত্রিভুজ আকৃতির টাইলস বাথরুমে এনে দিবে ন্যাচারাল লুক। আপনার বাথরুমের exclusive ডিজাইন হতে পারে ট্রায়াঙ্গেল টাইলস। এটি ন্যাচারাল লুকের পাশাপাশি বাথরুমে মডার্ন এবং এট্রাক্টিভ লুক দিবে। ট্রায়াঙ্গেল টাইলস ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কালার কম্বিনেশন করতে হবে। ভারসাম্য বজায় রেখে ট্রায়াঙ্গেল টাইলস দিয়ে বাথরুমকে সাজান নিজের মতো করে।

উড লুক টাইলস

উড লুক টাইলস দেখতে অনেকটা কাঠের মত হলেও এটি কাঠের থেকে অনেক শক্তিশালী হয়।  এটি বাথরুমে প্রাকৃতিক পরিবেশ তৈরি করে কিন্তু পানিতে এই টাইলসের কোন প্রকার সমস্যা হয় না। এই টাইলস খুবই টেকসই হয়ে থাকে। উড লুক টাইলস মূলত সিরামিক বা পোরসেলিন উপাদান দিয়ে তৈরি হওয়ায় পানি লাগলে সমস্যা হয় না। এই টাইলস দেয়ালের জন্য সেরা টাইলস৷ এটি বাথরুমে রাজকীয় এবং বিলাসবহুল লুক দিবে।

উড লুক টাইলস

শেষকথা

বাথরুমের আয়তন, আলো এবং ডিজাইনের উপর নির্ভর করে নিদিষ্ট থিম ব্যবহার করে বাথরুমের টাইলসের ডিজাইন পছন্দ করতে পারেন। তারপর মেঝে এবং দেয়ালের সাথে কম্বিনেশন করে যেকোনো টাইলস লাগালে বাথরুমে রাজকীয় ভাব ফুটে উঠবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *