প্রিয়জনের জন্য অসাধারণ কিছু উপহার
জীবনের প্রতিটি সম্পর্কের পেছনে থাকে মায়া, ভালোবাসা ও যত্নের ছোঁয়া। প্রিয়জনকে মাঝে মধ্যে ছোট্ট একটি উপহার দিলেই সম্পর্ক হয়ে উঠতে পারে গভীর এবং আরও সুন্দর।

উপহার মানেই বড় কিছু হওয়া লাগবে না। মনের স্পর্শ থাকলেই সেটাই যথেষ্ট। বিভিন্ন উপলক্ষ্যে আমরা প্রিয়জনকে উপহার বা গিফট দিয়ে থাকি। এটি মনের মধ্যে উঞ্চ অনুভব সৃষ্টি করে। উপহার প্রিয়জনের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বৃদ্ধি পায়।
প্রিয়জনের জন্য হাতে নিজের হাতে বানানো কাস্টমাইজড করা জিনিসই সেরা উপহার। এটি সব থেকে মূল্যবান উপহার। প্রিয়জনকে উপহার হিসেবে দেওয়ার জন্য আরো অনেক জিনিসপত্র রয়েছে। প্রিয়জন কে কি দিবেন তা নির্ভর করে তার পছন্দ অনুযায়ী। প্রিয়জনকে কি উপহার দেওয়া যায় তার সম্পর্কে ধারণা দিলাম।
প্রিয়জনকে কি উপহার দেওয়া যায়
কাছের মানুষকে আমরা বিভিন্ন উপহার দিয়ে থাকি। তবে, উপহার দেওয়ার আগে অবশ্যই আমরা তাদের পছন্দ বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হবে। এমন কোনো উপহার অবশ্যই দিবো না যা তাদের কাছে মূল্যহীন। প্রিয়জনকে দেওয়ার জন্য কিছু গিফট সম্পর্কে নিচে ধারণা দিলাম।
বই
প্রিয়জন যদি বই পড়তে ভালোবাসে, তাহলে তাঁর পছন্দের লেখকের বই বা একগুচ্ছ কবিতার সংকলন হতে পারে দারুণ উপহার। প্রিয়জন কে দিতে পারেন দেবদাস, রোমিও জুলিয়েট, নীলপদ্ম অথবা সঞ্চিতা। এছাড়াও দিতে পারেন হুমায়ুন আহমেদের হিমু সিরিজ। রোমান্টিক এই বই গুলো আপনার সম্পর্ক একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। বইয়ের প্রথম পাতায় “ভালোবাসার বার্তা” যক্ত করে দিতে পারেন। বই এমন এক জিনিস, যা পড়লে শুধু জ্ঞানই বাড়ে না, সম্পর্কেও আসে নতুন মাত্রা।

চকলেট
এক বক্স প্রিমিয়াম চকলেট বা হোমমেড চকোলেট উপহারে আপনি সহজেই তাঁর মুখে হাসি ফোটাতে পারেন। এটি ছোট হলেও ভালোবাসা প্রকাশে একদম পারফেক্ট। চকলেট এর রয়েছ বিশেষ উপকারিতা। এটি স্ট্রেস কমিয়ে শরীরে একটি মানসিক প্রশান্তি তৈরি করে। তবে, অতিরিক্ত খাওয়া বেশি ভালো নয়। ছোট বড় সবারই এই গিফট পছন্দের।
চকলেট বক্স কে বিভিন্ন রঙিন কাগজে প্যাকেটিং করে দিতে পারেন। এটি বক্সের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং নিজের রুচিশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটবে। জন্মদিন, ভালোবাসা দিবস অথবা এনিভার্সারিতে চকলেট গিফট দিতে পারেন।

মোবাইল বা মোবাইল অ্যাক্সেসরিজ
প্রিয়জন যদি প্রযুক্তিপ্রেমী হন, তাহলে নতুন একটি স্মার্টফোন, কাস্টম কভার, ওয়্যারলেস হেডফোন বা স্মার্টওয়াচ হতে পারে চমৎকার উপহার। দূরত্ব থাকলেও যোগাযোগ বা কাছে থাকার অনুভূতি দেয়।
আজকাল মোবাইল ছাড়া চলা মুশকিল। যোগাযোগ, ছবি তোলা, ইন্টারনেট এবং মোবাইল দিয়ে আরো অনেক কাজ করা যায়। তাই প্রিয়জনকে দিতে পারেন এমন একটি ইউজ ফুল জিনিস যা দ্বারা সে মাল্টিপল উপকার ভোগ করতে পারবে।

বডি স্প্রে বা পারফিউম
সুগন্ধি সবসময়ই একটি মার্জিত উপহার হিসেবে বিবেচিত। এটি ব্যক্তিগত, স্টাইলিশ এবং প্রতিদিন ব্যবহারযোগ্য। তাঁর মনে থাকবে আপনার প্রতিচ্ছবি।
পারফিউম এক ধরনের স্মৃতিচিহ্ন। প্রিয় মানুষের ঘ্রাণ সিলেক্ট করেন দেওয়ার মত। এটি শুধু সুগন্ধি নয় এটি ভালোবাসা বহিঃপ্রকাশ। সুন্দর করে প্যাক করে তার ভিতরে একটি চিরকুটে রোমান্টিক একটি উক্তি লিখে দিতে পারেন।

হাতে বানানো উপহার
একটি স্ক্র্যাপবুক, হাতে লেখা চিঠি, নিজের হাতে বানানো কার্ড, বা মেমোরি জার। এমন উপহার কখনোই ভুলে যাওয়ার মতো না। প্রিয়জন কে হাতে বানানো কেক, আইসক্রিম দিতে পারেন। এই খাবার গুলো সবার পছন্দের। রঙিন পুঁতি দিয়ে প্রিয়জন কে এমন একটি হ্যান্ডমেড জিনিস বানিয়ে দিন যা সে সারাক্ষণ নিজের সাথে রাখতে পারে। রুমাল, তোয়ালে, কুশন সুন্দর ভাবে নকশা করে প্রিয়জনকে উপহার দিতে পারেন।

কাস্টমাইজড গিফট
ফটো ফ্রেম, মগ, টি-শার্ট, কুশনে প্রিয়জনের ছবি বা নাম প্রিন্ট করে উপহার দিলে তা হয়ে উঠবে ব্যক্তিগত ও স্পেশাল। এতে তিনি বুঝতে পারবেন, আপনি তাঁর জন্য কতটা ভাবেন।
প্রিয়জনের পছন্দের রঙের অথবা পছন্দের কোনো জিনিস কাস্টমাইজড করে দিতে পারেন। কাস্টমাইজড শার্ট, হুডি অথবা জুয়েলারি দিতে দিতে পারেন। সুন্দর একটি ফ্রেমে তার ছবি দিয়ে কোলাজ তৈরি করে দিতে পারেন।
আরও পড়তে পারেন: বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া
ছোট গাছ
যারা প্রকৃতি ভালোবাসে, তাদের জন্য একটুখানি সবুজ জীবন্ত গিফট খুবই চমৎকার। এটি সম্পর্কেও সতেজতা ও স্থায়িত্বের প্রতীক। বাস্তুতন্ত্র অনুযায়ী মানি প্লান্ট এবং লাকি ব্যাম্বু গাছ ঘরে সৌভাগ্য নিয়ে আসে। প্রিয়জন কে দিতে পারেন এই গাছগুলো। প্রকৃতির ছোঁয়ায় প্রিয়জনের স্পর্শ অনুভব করবে। এই গাছগুলো পরিবেশ বান্ধব এবং এর রয়েছে বহু উপকারিতা।

শেষকথা
আমাদের স্পেশাল মানুষেরাই আমাদের প্রিয়জন। বিভিন্ন দিবস অথবা মনের অনুভূতি থেকে আমরা প্রিয়জনকে উপহার দিয়ে থাকি। উপহার দেওয়ার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে তার পছন্দ এবং অপছন্দ। উপহার দেওয়ার সময় বয়স গুরুত্বপূর্ণ। বয়স অনুযায়ী উপহারের ধরন নির্ধারণ করা হয়।