আকর্ষণীয় ড্রয়িং রুম সাজানোর সেরা ৬টি টিপস ২০২৫
ড্রয়িং রুম হচ্ছে বাড়ির প্রাণকেন্দ্র। ড্রয়িং রুম এমন ভাবে সাজান যাতে আপনার রুচিশীল মনোভাব ফুটে উঠে।

ড্রয়িং রুম বাসার সব থেকে ব্যস্ততম একটি রুম। পরিবারের সদস্যদের সাথে একসাথে সময় কাটানোর মূখ্যম স্থান হচ্ছে ড্রয়িং রুম। তাই ড্রয়িংরুমে সুন্দর একটি আবহ তৈরি করে নিজের সৃজনশীল মনোভাবের পরিচয় দিন।
ড্রয়িং রুম বা বাসার ঘরের আকারের উপর নির্ভর করে সাজাতে হবে। অতিরিক্ত জিনিসপত্র দিয়ে ঘর বোঝাই করা মানে সৌন্দর্য নয়। ব্যবহার যোগ্য আসবাব এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দিয়ে ড্রয়িং রুম কে সাজিয়ে করে তুলুন প্রাণবন্ত।
সাধারণ কিছু টিপস অনুসরণ করে আপনার ড্রয়িং রুম কে সাজিয়ে মনের মত করে তুলুন। আজকের ব্লগে কীভাবে আকর্ষণীয় ড্রয়িং রুম সাজাবেন এবং আকর্ষণীয় ড্রয়িং রুম সাজানোর আইডিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম-
ড্রয়িং রুম সাজানোর আইডিয়া
ড্রয়িংরুম সাজানোর জন্য অনেক টাকার প্রয়োজন নেই। আকার অনুযায়ী নিদিষ্ট কিছু টিপস অনুসরণ করে ড্রয়িং রুম কে সাজিয়ে তুলতে পারেন।
থিম নির্ধারণ
ড্রয়িং রুমে সাজানোর জন্য থিম নির্ধারণ করা জরুরি। থিম নির্ধারণ করলে ড্রয়িং রুম সাজানো অনেক সহজ হয়ে যায়৷
আপনার ড্রয়িং রুম কীভাবে সাজাবেন এবং ড্রয়িং রুমে কি কি রাখবেন তা প্রথম থেকে ভেবে রাখা উচিত। সব কিছুর পূর্ব পরিকল্পনা থাকলে আপনার জন্য ড্রয়িং রুম সাজানো অনেক সহজ হয়ে যাবে। তাই ড্রয়িং রুমের জন্য একটি সুন্দর থিম নির্ধারণ করুন।
দেয়াল সাজানো
ড্রয়িং রুমের সৌন্দর্য নির্ভর করে দেয়ালের উপর। আপনি ড্রয়িং রুমের আকার অনুযায়ী পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে সুন্দর একটি রঙে রাঙিয়ে তুলুন আপনার ড্রয়িং রুমের ওয়াল।
দেয়ালে রঙের সমন্বয়
আপনার পছন্দের উপর নির্ভর করবে আপনার ড্রয়িং রুমের রং কেমন হবে। এটি আপনার রুচির পরিচায়ক।
- সাদা রং: ড্রয়িং রুম উজ্জ্বল এবং ক্লাসিক দেখানোর জন্য সাদা রং পারফেক্ট। সাদা রং ঘরের সৌন্দর্যকে বাড়িয়ে তুলবে। এই রং সৃজনশীল মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায়।
- সবুজ রং: সবুজ প্রকৃতি যারা বেশি পছন্দ করে তাদের জন্য গ্রিন কালার হতে পারে সেরা একটি রং। ঘরের মধ্যে প্রকৃতির সবুজ অনুভূতি নেওয়ার জন্য সবুজ রং পারফেক্ট।
- কালো রং: ড্রয়িং রুমে ভিন্ন ধর্মীয় একটি রঙের ডিজাইন হতে পারে কালো রং। এটি সচরাচর দেখা যায় না৷
- হালকা রং: আরামদায়ক একটি পরিবেশ তৈরি করে হালকা রং। ন্যাচারাল এবং ক্লাসিক লুক দিতে পারে এসব রং।
অ্যাকসেন্ট ওয়াল
একটি অ্যাকসেন্ট দেয়াল আপনার ড্রয়িং রুমের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলবে। ঘরকে উজ্জ্বল রঙে রাঙিয়ে তুলুন একটি অ্যাকসেন্ট দেয়াল সাজিয়ে। এটি তুলনামূলক ঝামেলামুক্ত এবং কম খরচের মধ্যে করা যায়।
ড্রয়িং রুমে নান্দনিক এবং রুচিশীল পরিবেশ বজায় রাখার জন্য একটা অ্যাকসেন্ট দেয়াল যথেষ্ট। দেয়ালে একটি বড় ছবি অথবা কয়েকটি ছবি একসাথে যোগ করে একটি অ্যালবাম তৈরি করতে পারেন। যা আপনার ড্রয়িং রুমের সৌন্দর্য ফুটিয়ে তুলবে।
আপনার দেয়াল নিদিষ্ট একটি রঙে রাঙিয়ে তুলুন। এটি হতে পারে কালো, গোলাপি অথবা আপনার পছন্দের যেকোনো রং। যদি সম্ভব হয় রঙের উপর কিছু ডোরাকাটা ডিজাইন যুক্ত করতে পারেন। যেকোনো একটি ডিজাইন পছন্দ করে আপনার অ্যাকসেন্ট দেয়াল সাজিয়ে তুলুন।

কাঠের দেয়াল
আপনার ড্রয়িং রুমকে আরামদায়ক করার জন্য একটি কাঠের দেয়াল তৈরি করুন। বিভিন্ন রং এবং ডিজাইন দিয়ে কাঠের ওয়াল তৈরি করা যায়। এটি ঘরের নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তোলে।
আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের অন্যতম উপাদান হচ্ছে কাঠ। কাঠ দিয়ে ফার্নিচার তৈরির পাশাপাশি ড্রয়িং রুমের জন্য একটি ওয়াল সাজিয়ে তুলুন। এটি আপনার ঘরকে প্রাণবন্ত করে তুলবে।
ড্রয়িং রুমে ফার্নিচার সাজানো
ড্রয়িং রুমের অন্যতম প্রয়োজনীয় জিনিস হচ্ছে ফার্নিচার। এটি ড্রয়িং রুমের অবিচ্ছেদ্য অংশ। সুন্দর কিছু ফার্নিচার দিয়ে ড্রয়িং রুমকে সাজিয়ে তুলুন।
মাল্টিফাংশনাল ফার্নিচার
আপনার ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করবে একটি মাল্টিফাংশনাল ফার্নিচার। এসব ফার্নিচারের জন্য অনেক জায়গার প্রয়োজন হয় না। মাল্টিফাংশনাল ফার্নিচার একাধিক কাজে ব্যবহার করা যায়।
ছোট ড্রয়িং রুমের জন্য এটি বেশি প্রযোজ্য হলেও বর্তমানে অনেকেই বড় ড্রয়িং রুমেও এই ফার্নিচার ব্যবহার করছে।
সোফাসেট
ড্রয়িং রুমের জন্য একটি সোফাসেট অনস্বীকার্য। অতিথি অথবা পরিবারের সদস্যরা এখানে বসতে পারবে। নান্দনিক একটি সোফাসেট দিয়ে ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করুন।

আরও পড়তে পারেন: ঘরের আসবাবপত্র কীভাবে ভালো রাখবেন
আর্মচেয়ার বা সিঙ্গেল সোফা
সিঙ্গেল সোফা অথবা আর্মচেয়ার ড্রয়িং রুমে রাখতে পারেন। এটি ঝামেলামুক্ত একটি পদ্ধতি। যেকোনো সময় এটি প্রতিস্থাপন করা যায়।
বুকশেলফ
ইনডোর প্লান্ট, বই অথবা শো-পিস সহ বিভিন্ন জিনিস বুকশেলফে রাখা যায়।
ওয়াল টিভি
ওয়াল টিভি ড্রয়িং রুমের জায়গা বাঁচায় এবং সৌন্দর্য ফুটিয়ে তোলে। টিভি এমন ভাবে সেট করা উচিত যাতে, সোফা থেকে সুন্দর ভাবে দেখা যায়।
ইনডোর প্লান্ট
জানালার পাশে একটি টেবিলে ইনডোর প্লান্ট সারিবদ্ধ ভাবে সাজিয়ে রাখতে পারেন। বাহারি ডিজাইনের টব অথবা পটে গাছ লাগিয়ে ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলুন।
মানি প্লান্ট, স্পাইডার প্লান্ট, পাতার বাহার গাছ রাখতে পারেন৷ ঘরের কোণে, টিভির পাশে অথবা বুকশেলফে ইনডোর প্লান্ট রাখতে পারেন।
ফার্নিচার সঠিকভাবে স্থাপন করুন
- সোফার সামনে টি টেবিল রাখুন। জায়গা কম থাকলে ফেন্ডবল টেবিল রাখতে পারেন।
- চেয়ার এবং টেবিল এমন ভাবে রাখুন যেন একে অপরের মুখোমুখি বসতে পারে।
- ফার্নিচার এমন ভাবে রাখুন যেন, চলাচল করতে সমস্যা না হয়।
- সোফা এবং চেয়ার দেয়াল থেকে একটু দূরে রাখুন।
- বুকশেলফ বা পার্টিশন ব্যবহার করে রুম বিভক্ত করুন।
ড্রয়িং রুমের লাইটিং আইডিয়া
সঠিক লাইটিং ড্রয়িং রুমের সৌন্দর্য বৃদ্ধি করে এবং ঘরকে উজ্জ্বল দেখায়। বিভিন্ন লাইটিং এর ধারণা দেওয়া হলো-
সাধারণ লাইট
ঘর আলোকিত করার জন্য সাধারণত যে লাইট ব্যবহার করা হয়। যেমন- সিলিং লাইট, এলইডি লাইট ইত্যাদি।
ঝাড়বাতি
ঝাড়বাতি ড্রয়িং রুমের নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলবে। এটি ঘরে রাজকীয় লুক দেয়। বড় ড্রয়িং রুমের জন্য এটা বেশি প্রযোজ্য।

ফ্লোর ল্যাম্প
ঘরে আরামদায়ক পরিবেশ তৈরির জন্য ফ্লোর ল্যাম্প প্রয়োজন। রাতে হালকা আলোর জন্য ফ্লোর ল্যাম্প কার্যকরী। ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ঘরকে আকর্ষণীয় করে তুলে।
টেবিল ল্যাম্প
বুকশেলফ অথবা টেবিলের উপর টেবিল ল্যাম্প রাখতে পারেন। অফিস ডেস্ক অথবা পড়ার টেবিলে টেবিল ল্যাম্প রেখে ঘরে নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলুন।
স্পটলাইট
নির্দিষ্ট কোনো স্থানকে ফোকাস করতে স্পটলাইট ব্যবহার করা হয়। স্পটলাইট দিয়ে দেয়ালে থাকা পেইন্টিং, ছবি অথবা বুকশেলফ আলোকিত করুন।
পর্দা ও কার্পেট
নান্দনিক পর্দা ও কার্পেট ব্যবহার করে ড্রয়িং রুমকে প্রাণবন্ত করে তুলুন। এটি আপনার ড্রয়িং রুমের সৌন্দর্য ফুটিয়ে তুলবে।

পর্দা
- ফ্লোরাল প্রিন্টের পর্দা ড্রয়িং রুমের ন্যাচারাল লুক আনবে এবং ছোট এবং বড় যেকোনো ড্রয়িং রুমের জন্য পারফেক্ট সমাধান।
- ছোট ড্রয়িং রুমের জন্য হালকা রং এবং বড় ড্রয়িং রুমের জন্য গাঢ় রং ব্যবহার করতে পারেন।
- গরম আবহাওয়ার জন্য সুতি কাপড়ের পর্দা এবং ঠান্ডা আবহাওয়ার জন্য ভেলভেট কাপড় ব্যবহার করতে পারেন।
কার্পেট
- ড্রয়িং রুমের জন্য কার্পেট খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটায়।
- সাদা রঙের কার্পেট আপনার ড্রয়িং রুমকে পরিপাটি দেখাবে।
- কালো অথবা ডার্ক রঙের কার্পেট দাগ থেকে বাঁচাবে।
- ফ্লোরাল প্রিন্টের কার্পেট আপনার ড্রয়িং রুমের নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলবে।
ড্রয়িং রুমের রং কেমন হওয়া উচিত
ড্রয়িং রুমের আকার এবং ফার্নিচারের উপর নির্ভর করে রং বাঁচাই করা উচিত। রং শুধু ড্রয়িং রুমের সৌন্দর্য ফুটিয়ে তোলে না এটি আপনার রুচির পরিচায়ক।
হালকা রং
হালকা রং ব্যবহার করুন। এটি ঘরের পরিবেশ ঠান্ডা রাখবে এবং ছোট ড্রয়িং রুমকে বড় দেখাবে। এই রঙে ঘর উজ্জ্বল দেখায়। হালকা রং ঘরের ন্যাচারাল পরিবেশ ফুটিয়ে তোলার পাশাপাশি বড় এবং রিফ্রেশিং অনুভূতি জন্মায়। হালকা রংগুলোর কিছু উদাহরণ হলো-
- সাদা
- অফ-হোয়াইট
- হালকা গ্রে
- পোস্টাল বুলু ইত্যাদি
গাঢ় রং
গাঢ় রং ব্যবহার করতে পারেন, যা ঘরকে উষ্ণ রাখতে সাহায্য করবে। এটি ড্রয়িং রুমে রাজকীয় লুক দেয় এবং ড্রয়িং রুমকে করে আরামদায়ক। একটি অ্যাকসেন্ট দেয়াল তৈরি করে ড্রয়িং রুমে মর্ডান এবং ড্রামাটিক লুক এনে দিবে। গাঢ় রংগুলোর কিছু উদাহরণ হলো-
- সবুজ
- নীল
- মারুন
- চারকোল গ্রে ইত্যাদি
শেষকথা
ড্রয়িং রুমের আকার অনুযায়ী কাস্টমাইজ করে সাজিয়ে তুলুন নান্দনিক ভাবে। ছোট অথবা বড় যেকোনো ড্রয়িং রুমকে সাজিয়ে করে তুলতে পারেন প্রাণবন্ত। ড্রয়িং রুমের সাজসজ্জা কেমন হবে তা নির্ভর করে আপনার সৃজনশীলতার উপর। এটি আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটায়।