বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া

বাচ্চার জন্মদিনের উপহার নিয়ে চিন্তিত। উপহার হিসেবে কি দিবেন এখনো ঠিক করতে পারেন নাই। জেনে নিন বাচ্চাদের জন্মদিনের উপহার সম্পর্কে।

বাচ্চাদের জন্মদিনের গিফট আইডিয়া

শিশুরা সব চেয়ে বেশি খুশি হয় উপহার পেলে। তাদের কে গিফট দেওয়ার জন্য কোন উপলক্ষের প্রয়োজন হয় না। সবসময়ই শিশুদের উপহার দিতে পারেন। তবে বিশেষ করে জন্মদিনে তাদের গিফট দিতেই হয়।

জন্মদিনের উপহার বাঁচাই করতে আমাদের অনেক হিমশিম খেতে  হয়। কারণ, আমরা চাই এমন একটি বিশেষ উপহার দিতে যা বাচ্চাদের পছন্দ হয় আবার ব্যবহারযোগ্য হয়। বাচ্চাদের জন্য সেরা গিফট নিয়ে আলোচনা করা হলো- 

বাচ্চাদের সাইকেল

বর্তমান বাচ্চাদের সাইকেল অনেক পছন্দের। এটি হতে পারে বাচ্চাদের জন্য জন্মদিনের সেরা উপহার। সাইকেল বাচ্চাদের জন্য উপকারী। তারা খেলনা হিসেবে ব্যবহার করবে এবং তার পাশাপাশি সাইকেল চালানোর দক্ষতা অর্জন করতে পারবে। পরবর্তীতে এই দক্ষতা কাজে লাগাতে পারবে।

সাইকেল সাধারণত এক বছরের বড় বচ্চাদের ক্ষেত্রে দিতে পারেন। তার ছোট হলে খেলনা গাড়ি দিতে পারেন। সেক্ষেত্রে বাচ্চার বয়সের উপর নির্ভর করে গিফট পছন্দ করতে পারেন।

টেডি বিয়ার

টেডি মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য। মেয়ে বাচ্চাদের জন্মদিনে একটি হালকা রঙের টেডি হতে পারে তার জন্য সেরা উপহার। তাদের মুখে হাসি ফোটানোর জন্য টেডি বিয়ার নিশ্চিন্তে দিতে পারেন। 

টেডি বিয়ারের ক্ষেত্রে বাচ্চাদের বয়স খুব গুরুত্বপূর্ণ। বয়সের উপর নির্ভর করে টেডির সাইজ নির্ধারণ করতে পারেন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছোট টেডি বিয়ার এবং বড় বাচ্চাদের ক্ষেত্রে বড় টেডি বিয়ার নিতে পারেন।

A boy play with a teddy bear

গাড়ি

গাড়ি বাচ্চাদের অনেক পছন্দের। বাচ্চাদের জন্মদিনে গাড়ি দিতে পারেন। গাড়ি পছন্দ করে না এমন বাচ্চা খুবই কম পাওয়া যায়। রিমোট কন্ট্রোল গাড়ি হলে তো কথাই নেই। খেলনা দোকানে বিভিন্ন মাপের এবং বিভিন্ন মানের গাড়ি পাওয়া যায়। 

বাচ্চার বয়সের সাথে ম্যাচ করে জন্মদিনে দিতে পারেন সুন্দর একটি গাড়ি। যা তাদের জন্মদিন কে করে তুলবে আরো স্পেশাল। 

চকলেট বক্স

চকলেট অথবা চকলেট বক্স হতে পারে বাচ্চাদের জন্মদিনে সেরা গিফট। চকলেট সব বাচ্চাদের পছন্দ। কনফেকশনারি অথবা গিফটের দোকানে বিভিন্ন ধরনের চকলেট বক্স পাওয়া যায়। সেখান থেকে পছন্দমতো চকলেট কিনে নিতে পারেন।

বাচ্চাদের পছন্দের জিনিসগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে চকলেট। চকলেট বিভিন্ন ফ্লেভারের হয়ে থাকে। যে বাচ্চা যে ফ্লেভার পছন্দ করে তাকে সেই ফ্লেভারের চকলেট দেওয়ার চেষ্টা করুন। 

রং পেন্সিল 

আঁকা আঁকি বাচ্চাদের অনেক প্রিয়। তারা আঁকা আঁকি করতে অনেক পছন্দ করে। তাই বাচ্চাদের জন্মদিনে দিতে পারেন এক গুচ্ছ রং পেন্সিল। এতে বাচ্চাদের আঁকা আঁকির উপর একটি দক্ষতা অর্জন হয়ে যাবে। যা তাদের জন্য অনেক অনেক উপকারী হবে। 

বার্বি ডল

বাচ্চাদের জন্মদিনে পুতুল উপহার হিসেবে দিতে পারেন। যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তার জন্মদিনে বার্বি ডলই সেরা উপহার। স্বাভাবিক ভাবে মেয়েরা বার্বি ডল একটু বেশি পছন্দ করে। বার্বি ডল গিফট পেলে বাচ্চারা খুশিতে আত্মহারা হয়ে যাবে। একটি বার্বি ডলই হতে পারে তার জন্মদিনের সেরা উপহার। 

জামা

জন্মদিনে বাচ্চাদের জামা দিতে পারেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জামা ট্রেন্ডিং এ থাকে। এই ধরনের জামা শুধু বাচ্চাদের নয় সকল বয়সের মানুষের প্রিয় থাকে। তাই, একটি সুন্দর জামা গিফট করে বাচ্চাদের জন্মদিন কে করে তুলুন প্রাণবন্ত।

বাচ্চার বয়স অনুযায়ী সাইজ ঠিক রেখে সুন্দর থেকে নিতে পারেন একটি জামা। জন্মদিনে বাচ্চারা জামা উপহার পেলে অনেক খুশি হবে। 

সায়েন্স কিড

সায়েন্স কিড বাচ্চাদের জন্য অনেক উপযোগী। এটি দিয়ে খেলতে খেলতে বাচ্চারা বিজ্ঞান এর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবে এবং বিজ্ঞান সম্পর্কে জানার আগ্রহ বাড়াবে।

শেষকথা 

জন্মদিন একটি বিশেষ দিন। এদিনে বাচ্চারা খুশি এবং আনন্দে উৎফুল্ল থাকে। বাচ্চাদের জন্মদিনের উপহার খুব একটা দামি হয় না। তবুও উপহার পেলে তারা ভিশন খুশি হয়। তাই বাচ্চাদের বেশি বেশি উপহার দিন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *