গিজার ব্যবহার করার নিয়ম ও সতর্কতা
পানি গরম জন্য গিজার ব্যবহার হয়ে থাকে। নিদিষ্ট সময়ের মধ্যে গিজারের পানি গরম হয়ে যায়। তাই সাবধানতার সাথে গিজার ব্যবহার করতে হবে।

শীতে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে গিজার অন্যতম গুরুত্বপূর্ণ। পানি গরম করার কাজে গিজার ব্যবহার করা হয়। শীতকালে ঠান্ডা পানিতে গোসল করার কষ্ট দূর করার জন্য মূলত গিজার ব্যবহার করা হয়। গরম পানি শুধু গোসল করার ক্ষেত্রে ব্যবহার হয় না। আরো বিভিন্ন ক্ষেত্রে গরম পানি ব্যবহার হয়৷ তবে গিজার ব্যবহার করতে হবে সাবধানতার সাথে। কারণ, এই গিজার ব্যবহারে বিভিন্ন ঝুঁকি রয়েছে। গিজার ব্যবহারের আগে গিজার ব্যবহারে নিয়ম, ঝুঁকি এবং সতর্কতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন।
সবসময় গিজার চালু রাখবেন না
সবসময় গিজার চালু রাখবেন না। যখন প্রয়োজন হবে তখন গিজার চালু করুন। গিজারের পানি নিদিষ্ট সময়ের মধ্যে গরম হয়ে যায়। তাই সারাদিন গিজার চালু রেখে বিদ্যুৎ অপচয় করবেন না। সারা দিন গিজার চালু রাখলে দুর্ঘটনা ঘটতে পারে এবং গিজারে সমস্যা দেখা দিতে পারে। তাই নির্দিষ্ট সময়ের পর গিজার বন্ধ করে রাখা উচিত।
আরও পড়তে পারেন:
বাড়ির অবহেলিত খালি জায়গাগুলো সাজিয়ে তুলবেন যেভাবে
পানি গরম হয়ে গেলে গিজার বন্ধ করে দিন
গিজারে খুব দ্রুত পানি গরম হয়ে যায়। নিদিষ্ট সময়ের মধ্যে গিজারের পানি গরম হয়ে যায়। যদি নিদিষ্ট সময়ের মধ্যে গিজারের পানি গরম না হয় তাহলে বুঝবেন গিজারে সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব সার্ভিসিং করে নিতে হবে। অন্যথায় ধীরে ধীরে গিজারের সমস্যা আরো বাড়তে পারে। তাই যত দ্রুত সম্ভব সার্ভিসিং করে নেওয়া উচিত।
নির্দিষ্ট সময়ের পর সার্ভিসিং করুন
অনেক সময় গিজার লিক হয়ে যায়। যেহেতু গিজার ইলেক্ট্রনিক্স জিনিস কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয়। গিজার লিক হয়ে গেলে আপনি বিড়ম্বনার শিকার হতে পারেন। আপনার উচিত এটি সার্ভিসিং করা ছাড়া ব্যবহার না করা। কারণ , এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিদিষ্ট সময়ের পর সার্ভিসিং করানো জরুরি। এতে পরিবারের সকল সদস্য নিরাপদে থাকবে।
অবদ্ধ জায়গায় গিজার বসাবেন না
বাথরুমের যে কোন স্থানে গিজার লাগানো যাবে না। গিজার ইলেক্ট্রনিক্স মেশিন হওয়ায় এটি থেকে এক ধরনের তাপ বের হয়। বায়ু চলাচল হয় এমন জায়গায় গিজার বসাবেন। অবদ্ধ জায়গায় গিজার বসাবেন না।
নিয়ম মেনে ব্যবহার করুন
নির্দিষ্ট কিছু নিয়ম মেনে গিজার ব্যবহার করলে গিজার দীর্ঘ দিন ভালো থাকে। গোসল করার জন্য বাথরুমে প্রবেশ করার আগে গিজারের সুইচটি বন্ধ করুন। এতে বিদ্যুৎ অপচয় হবে না এবং গিজার দীর্ঘদিন ভালো থাকবে। সঠিক নিয়ম মেনে যেকোনো কিছু ব্যবহার করলে তা অনেক দিন ব্যবহার করা যায়। গিজারের ক্ষেত্রেও তার বিকল্প নয়।
এক্সজস্ট ফ্যান ব্যবহার করুন
বাথরুমে এক্সজস্ট ফ্যান ব্যবহার করুন। এক্সজস্ট ফ্যান বাথরুমের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এক্সজস্ট ফ্যান ভিতরের গরম হাওয়া বাহির করে এবং বাহির থেকে ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করায়। এক্সজস্ট ফ্যান বাথরুমের বায়ু চলাচল বৃদ্ধি করে এবং গিজার কে ভালো রাখতে সাহায্য করবে। তাই গিজারের পাশাপাশি বাথরুমে একটি এক্সজস্ট ফ্যান রাখার চেষ্টা করবেন।
শেষ কথা
গিজার শীত কালে বেশি ব্যবহার হয়। পানি গরম করার জন্য গিজারের ব্যবহার হয়ে থাকে। গরমের সময় এটির ব্যবহার হয়না বললেই চলে। গরমের সময় একটু যত্ন করে রাখলে শীতকালে সার্ভিসিং ছাড়া ব্যবহার করা যায়। গিজার ব্যবহারের কিছু নিয়ম নীতি রয়েছে। সঠিক নিয়ম মেনে গিজার ব্যবহার করলে সার্ভিসিং ছাড়া গিজার অনেক দিন ভালো থাকে।