বাড়ির অবহেলিত খালি জায়গাগুলো সাজিয়ে তুলবেন যেভাবে
বাড়ির খালি জায়গাগুলো সাজিয়ে ঘরকে আরও দৃষ্টিনন্দন করে তুলুন। এই ব্লগে দেখুন ঘরের অবহেলিত খালি জায়গা কাজে লাগানোর চমৎকার কিছু আইডিয়া।

আপনার বাড়ি হচ্ছে আপনার প্রতিচ্ছবি। তাই ঘর এমন ভাবে সাজানো উচিত যেন সবার চোখ আঁটকে যায়। আমরা যতোই পরিপাটি করে ঘর সাজায় কিছু জায়গা ফাঁকা থেকেই যায়।
আপনি চাইলেই খালি জায়গাগুলো নতুন করে সাজাতে পারেন। বাড়ির ফাঁকা স্থানগুলো পূরন করার পর আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে দ্বিগুণ।
বেডরুম কিংবা হলরুম অথবা যে কোন রুমের ফাঁকা জায়গাগুলোতে আনুন সৃজনশীলতা। ফাঁকা জায়গাগুলোতে একটি ক্যাবিনেট রাখতে পারেন অথবা ছোট একটি ইনডোর বাগান করতে পারেন। একটু চেষ্টা করলেই তা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।
এই ব্লগে আমি আপনার ঘরের খালি জায়গাগুলো আরও সুন্দর করে সাজিয়ে তোলার কিছু আইডিয়া শেয়ার করবো, আশা করি আপনার পছন্দ হবে।
ইনডোর প্লান্ট রাখুন
ঘরের খালি জায়গায় ইনডোর প্লান্ট লাগাতে পারেন। ইনডোর প্লান্ট ঘরের বাতাস কে বিশুদ্ধ করার পাশাপাশি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। ইনডোর গাছ ঘরকে রাখবে শীতল৷
বর্তমানে কম পরিচর্যায় বেড়ে উঠে এইরকম ইনডোর গাছ অনেক রয়েছে। তাই পরিচর্যা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। সল্প খরচে ঘরের ফাঁকা স্থানটি হবে দৃষ্টিনন্দন।
ইনডোর গাছ ঘরকে রাখবে শীতল৷ আপনার ঘরের ফাঁকা জায়গাগুলোতে গাছ লাগিয়ে একটি বাগান করে নিতে পারেন। এতে সবুজের ছোঁয়ায় ঘর হবে প্রানবন্ত।
শেলফ রাখতে পারেন
ঘরের ফাঁকা স্থানটি তে রাখতে পারেন একটি শেলফ। এটি হতে পারে বুক শেলফ অথবা মিরর শেলফ। পছন্দের বইগুলো একটি বুক শেলফে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে রাখতে পারেন।
যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে তার পাশে বসার একটি চেয়ার রাখতে পারেন। এতে আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং খুবই সল্প খরচে এটি করা সম্ভব। তবে বর্তমানে অনেকেই মিরর শেলফ দিয়ে ঘর সাজাচ্ছেন।
ক্যাবিনেট রাখতে পারেন
ঘরের ফাঁকা জায়গাগুলোতে রাখতে পারেন একটি ক্যাবিনেট। এটি হতে পারে কাঠ অথবা বোর্ডের। যা ঘরে এনে দিবে আধুনিকতার ছোঁয়া।
আপনার নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার পাশাপাশি ঘরের সৌন্দর্য বাড়াতে বেশ কার্যকারী হবে। তাই বেড়রুমে কিংবা ড্রয়িংরুমের খালি জায়গায় রাখতে পারেন একটি ক্যাবিনেট।
বসার জায়গা
বাসার খালি জায়গা টি রূপান্তর করে ফেলুন আড্ডাখানায়। সেখানে কিছু চেয়ার এবং টেবিল রাখতে পারেন যাতে ঘরের মানুষ এবং অতিথিরা সবাই সেখানে একসাথে বসে আড্ডা দিতে পারে।
সোন্দর্য্য বৃদ্ধির জন্য স্থানটিতে একটু আলোকসজ্জা করতে পারেন। একটি দোলনার পাশাপশি নান্দনিক কিছু চেয়ার টেবিল ব্যবহার করতে পারেন যা স্থানটিকে আরো প্রাণবন্ত এবং আরামদায়ক করে তুলব। পরিবারের সদস্যদের স্থানটিতে বসার আগ্রহ বাড়বে।
হোম অফিস
বাসায় বসে অনেক সময় অফিসের কাজ করতে হয়। তাই নিজের বেডরুমের খালি জায়গায় একটি চেয়ার এবং টেবিল দিয়ে বানিয়ে ফেলুন অফিস ডেস্ক।
সেখানে আপনি রিলাক্সে নিজের কাজ করতে পারবেন। ফোল্ডিং বার অফিস ডেস্ক বেছে নিতে পারেন। এতে অন্য কাজের সময় জায়গা টি খালি করে নিতে পারবেন।
স্টোরহাউজ
ঘরের খালি জায়গা কাজে লাগানোর আরেকটি আইডিয়া হতে পারে Storehouse। আপনার বাড়ির অবহেলিত কর্নার টি Storehouse হিসেবে ব্যবহার করতে পারেন রূপান্তর করতে পারেন। এতে আপনার বাড়ির খালি জায়গা টি ব্যাবহারিত হবে এবং আপনার ঘরের সোন্দর্য্য বৃদ্ধি করবে।
স্টোররুমে আপনি আপনার বাসার জিনিসপত্র রাখতে পারবেন। রেক অথবা সেলফ দিয়ে স্টোরহউসে সাজাতে পারেন। এতে Storehouse সুন্দর দেখাবে এবং অনেক জিনিস একসাথে গুচিয়ে রাখতে পারেবন।
পেট হাউস
আপনার শখের প্রাণীর জন্য অবসসই একটি ঘর প্রয়োজন। সেটি তৈরী করে দিতে পারেন ঘরে পড়ে থাকা অবহেলিত জায়গাটিতে যেখানে আপনার পোষা প্রাণীটি থাকবে, ছুটাছুটি করবে এবং গুমাবে।
আপনার বাড়ির খালি জায়গাটি পোষা প্রাণীর জন্য ঘর বানিয়ে দিতে পারে। যেখানে বিড়াল , কুকুর অথবা অন্য কোনো প্রাণী রাখতে পারেন।
অ্যাকুরিয়াম
বর্তমানে বাড়ি সাজাতে একুরিয়ামের ব্যবহার অনেক বেশি হচ্ছে। এ্যাকুরিয়াম (Fish Aquarium) বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধি করে।
একুরিয়ামে বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রঙের মাছ রাখতে পারে। রং বেরঙের মাছ জ্যখন একুরিয়ামের ভিতরে ছুটোছুটি করবে তখন তা দেখতে অনেক সুন্দর দেখা যা। এ্যাকুরিয়ামটি রাখতে পারেন বাড়ির অবহেলিত খালি জায়গায়।
বিনোদনের স্থান
বিনোদন প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। তাই ঘরের কর্নারের অবহেলিত জায়গাটিকে বানিয়ে নিতে পারেন বিনোদনের জায়গা।
সেখানে একটি টিভি রাখতে পারেন এবং সামনে চেয়ার অথবা রাখতে পারেন একসেট সোফা। যা বিনোদনের জায়গাকে পূর্ণতা দিবে।
পিয়ানো, গিটার অথবা অন্য কোন বাদ্যযন্ত্র যদি থাকে তাহলে তা সেখানে রেখে বাজাতে পারে। এটি আড্ডাখানা এবং বিনোদনের জায়গাকে ফুটিয়ে তোলে।
7 Comments