অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়

সন্তানদের প্রতি পিতামাতার ভালোবাসা অনেক বেশি থাকে। অনেক সময় ভালোবাসার সুযোগ পেয়ে সন্তানরা অবাধ্য হয়ে যায়। সন্তানকে নিয়ন্ত্রণ রাখার কিছু পরামর্শ শেয়ার করলাম।

অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়

তথ্য প্রযুক্তির এই যুগে সন্তানকে সুশৃঙ্খল এবং আদর্শিক করে গড়ে তোলা অনেক কষ্টকর। পিতামাতার জন্য বর্তমানে এটি অনেক চ্যালেঞ্জিং। প্রযুক্তির কল্যাণে বাচ্চারা এখন হাতের কাছে সব কিছু পেয়ে যাচ্ছে। যার ফলে তারা পূর্বের বাচ্চাদের থেকে একধাপ এগিয়ে। সে কারণে বাচ্চাদের নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। তবে অভিভাবকগণ যদি শুরু থেকে চেষ্টা করে তাহলে বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য পিতামাতা কে সচেতন থাকতে হবে।

বাচ্চাদের সাথে সময় কাটানোর পাশাপাশি বিভিন্ন জায়াগায় ঘুরতে নিয়ে যেতে হবে। নিজে মোবাইলে ব্যস্ত না থেকে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে হবে। পিতামাতা যদি মোবাইলে ব্যস্ত থাকে তাহলে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্তানকে বাধ্য করার উপায়

সচেতন থাকতে হবে

সন্তানদের সকল কাজে পিতামাতা কে সচেতন থাকতে হবে। তারা কোথায় যায়, কার সাথে মিশে, তাদের আচার-আচরণসহ প্রত্যেক ব্যাপারে খেয়াল রাখতে হবে। বাচ্চাদের কে ভালো কাজে উৎসাহ দিতে হবে এবং মন্দ কাজে নিরুৎসাহিত করতে হবে।

সন্তানকে বাধ্য করার উপায়

সন্তান কে সময় দিন

পিতামাতা সন্তান কে সময় দিতে না পারলে তারা মোবাইল, টিভিসহ বিভিন্ন বাজে অভ্যাসে অশক্তি হয়ে যায়। কারণ সন্তানরা তখন সঙ্গীহীন হয়ে পড়ে। তাই সন্তান কে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করুন৷

সন্তানকে বাধ্য করার উপায়

ভুলের জন্য অনুতপ্ত হওয়া

অনিচ্ছাকৃত সত্ত্বেও সন্তানদের সাথে আমরা বিভিন্ন সময় ভুল করে থাকি। বাচ্চাদের সামনে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোন ভাবে ভুল করলে তার জন্য অনুতপ্ত হতে হবে। ভুলের জন্য সরি বলতে হবে। এতে করে তারা ভুল কাজের প্রতি নিরুৎসাহিত হবে এবং যে কোন কারণে ভুল কাজ করলে তার জন্য অনুতপ্ত হতে শিখবে।

সন্তানকে বাধ্য করার উপায়

সন্তানের প্রশংসা করুন

সন্তান যখন ভালো কাজ করবে তখন সন্তান কে ভালো কাজের জন্য প্রশংসা করবেন। বেশি বেশি প্রশংসা করলে তারা ভালো কাজের প্রতি উৎসাহ পাবে। এতে করে বাচ্চাদের নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে। যা তাদের সমনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে।

সন্তানকে বাধ্য করার উপায়

সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখুন

সন্তানের হাতে মোবাইল না ধরিয়ে নিজে সন্তান কে সময় দিন। তারা কোথায় যায়, কার সাথে মেলামেশা করে এইসব কিছু গুরুত্ব দিয়ে দেখতে হবে। সান্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। তাদের কে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। তাদের সাথে খেলাধুলা করুন।

সন্তানকে বাধ্য করার উপায়

রুটিন তৈরি করে দিন

বাচ্চাদের কে শুরু থেকে একটি নিদিষ্ট রুটিন মাফিক পরিচালনা করতে পারলে তাদের কে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে যায়। বিকেলে খেলাধুলা করার পর সন্ধ্যায় পড়তে বসা এসব রুটিন বাচ্চাদের শুরু থেকে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়।

সন্তানকে বাধ্য করার উপায়

মৃদু শাস্তি

ভালো কাজ করলে পুরস্কার এবং প্রশংসা যেমনভাবে করা উচিত তেমনি কোন কথার অবাধ্য হলে শাস্তি প্রদান করা উচিত। তবে এক্ষেত্রে কঠিন শাস্তি দেওয়া যাবে না। তাহলে তারা আরো বেশি অবাধ্য হয়ে যেতে পারে। বাচ্চারা অন্যায় করলে তাদের কে মৃদু শাস্তি দিতে হবে। শাস্তি এজন্য দিতে হবে যেন তারা বুঝতে পারে খারাপ কাজ করলে তার জন্য শাস্তি পেতে হয়।

সন্তানকে বাধ্য করার উপায়

শেষকথা

পিতামাতা প্রতিটি সন্তানের জন্য আদর্শবান মানুষ। তাদের চরিত্রের অনেক প্রভাব সন্তানের জন্য অনুপ্রেরণা হতে পারে। তাই সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পিতামাতার ভূমিকা অনেক বেশি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *