বারান্দার জন্য ৭টি সেরা ওয়াল টাইলস
বাড়ির পছন্দের জায়গাগুলোর মধ্যে একটি হলো বারান্দা। বারান্দা আমাদের প্রিয় স্থানগুলোর মধ্যে একটি, তাই বারান্দাকে সাজিয়ে করে তুলুন প্রাণবন্ত।

আধুনিক বারান্দার ডিজাইনের জন্য টাইলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার সৃজনশীল মনোভাব দিয়ে বারান্দাকে সাজিয়ে তুলুন মনের মত করে। ওয়াল এবং ফ্লোর টাইলস বারান্দার সৌন্দর্য বহুগুণে ফুটিয়ে তুলবে।
মার্বেল টাইলস, মোজাইক টাইলস, কাঠের টাইলস সহ আরো বিভিন্ন ধরনের টাইলস মার্কেটে পাওয়া যাচ্ছে। যা বাড়ি এবং অফিস সাজানোর কাজে ব্যবহার করা যায়।
ব্যালকনি বা বারান্দার টাইলস সম্পর্কে আইডিয়া দেওয়া হলো-
ছাই রঙের টাইলস
মানুষ সবসময় ইউনিক ডিজাইন অনুসন্ধান করে থাকে। বারান্দার জন্য ছাই কালারের টাইলস হতে পারে অনন্য একটি ডিজাইন। সাদা থেকে বিপরীতমুখী একটি রং হচ্ছে ছাই কালার। এটি বারান্দাকে করে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়।
মোজাইক টাইলস
সিরামিক এবং প্রাকৃতিক পাথরের মিশ্রণে মোজাইক টাইলস তৈরি হয়। বারান্দা অথবা ব্যালকনির জন্য অসাধারণ একটি টাইলস। মোজাইক টাইলস দিয়ে বারান্দার ফ্লোর সাজিয়ে সৃজনশীলতা বৃদ্ধি করে বারান্দাকে দৃষ্টিনন্দন করে তুলুন।
মোজাইক টাইলস খুব বেশি বড় আকারের হয় না। এটি বহু আলংকারিক হিসেবে ব্যবহৃত হয়। মোজাইক টাইলস বারান্দা, রান্নাঘর, বাথরুমসহ ঘরের বিভিন্ন স্থানে লাগাতে পারেন। এটি টেকসই এবং বাজেট ফ্রেন্ডলি হওয়ায় সবার পছন্দের শীর্ষে থাকে।
মার্বেল টাইলস
মার্বেল টাইলস খুবই টেকসই এবং শক্তিশালী টাইলস। এটি অনেক ব্যয়বহুল হলেও দীর্ঘদিন টেকসই হয়ে থাকে। দীর্ঘ পরিকল্পনা থাকলে মার্বেল টাইলস উপযোগী। মার্বেল টাইলসের ইফেক্ট সাধারণ টাইলস থেকে অনেক বেশি। মার্বেল টাইলস পুরাতন হয়ে যাওয়ার পরে পুনরায় বার্নিশ করলে এটি আবার নতুনের মত ঝকঝকে দেখাবে।
আরও পড়তে পারেন: বারান্দা সাজানোর সেরা ৫টি আইডিয়া
সিরামিক টাইলস
সবচেয়ে বেশি ব্যবহৃত টাইলস হচ্ছে সিরামিক টাইলস। সিরামিক টাইলসের সৌন্দর্য ভদ্র এবং ব্যতিক্রম ধর্মীয়। এটি আলাদা একটি সৌন্দর্য তৈরি করে৷ সিরামিক টাইলসে একটি ন্যাচারাল লুক পাওয়া যায়।
বারান্দার ওয়াল অথবা ফ্লোরে সিরামিক টাইলস লাগিয়ে বারান্দায় একটি অনন্য সৌন্দর্য তৈরি করুন। যা আপনার বারান্দাকে করবে প্রাণবন্ত।
কাঠের টাইলস
ওয়াল অথবা মেঝে উভয় স্থানে কাঠের টাইলস ব্যবহার করতে পারেন। কাঠের মত ডিজাইন করা হয়, তবে এগুলো সিরামিকের তৈরি। যা পানিরোধী, টেকসই এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এই টাইলস সহজে পরিষ্কার করা যায়। কাঠের টাইলস বারান্দার নান্দনিক এবং সৃজনশীলতা ফুটিয়ে তুলবে।
পোরসোলিন টাইলস
পোরসোলিন টাইলস ইনডোর ও আউটডোর সব জায়গায় ব্যবহার করা যায়। এটি বিভিন্ন রং এবং ডিজাইনের হয়ে থাকে যার রয়েছে নান্দনিক এবং বৈচিত্র্যময় সৌন্দর্য। পোরসোলিন টাইলস অন্যান্য টাইলসের তুলনায় কম পানি শোষণ করে। এটি দীর্ঘদিন ব্যবহার করা যায়। বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পোরসোলিন টাইলস ব্যবহার করতে পারেন।
গ্রানাইট টাইলস
প্রাকৃতিক পাথরের থেকে তৈরি হয় গ্রানাইট টাইলস। গ্রানাইট টাইলস খুব সহজে নষ্ট হয় না। বারান্দার জন্য এই টাইলস সবচেয়ে উপযুক্ত। গ্রানাইট টাইলস ওয়াটারপ্রুফ এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে৷ বারান্দার ইনডোর এবং আউটডোর উভয় স্থানে গ্রানাইট টাইলস লাগাতে পারেন। এই টাইলস বারান্দার সৌন্দর্য বৃদ্ধি করবে।
শেষকথা
টাইলস নির্বাচন করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। যেমন- টেকসই, ওয়াটারপ্রুফ, পানি সহ্য করার ক্ষমতা। ইনডোর এবং আউটডোর উভয় ক্ষেত্রে টাইলস খুবই গুরুত্বপূর্ণ। টাইলস আপনার ঘর অথবা অফিসের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি রুচির বহিঃপ্রকাশ ঘটায়।