কাপড় থেকে দাগ তোলার উপায়

প্রিয় পোশাকে বিভিন্ন কারণে দাগ পড়ে যায়। কাপড় থেকে দাগ তুলে কাপড় কে করুন নতুনের মত সুন্দর। এই ব্লগে দেখুন কাপড় থেকে কিভাবে দাগ তুলতে হয়।

কাপড় থেকে দাগ তোলার উপায়

অসাবধানতার কারণে শখের কাপড়ে দাগ পড়ে যাওয়া একটা বিরক্তিকর বিষয়। চা, কপি, টমেটো সস, তরকারির ঝোল কিংবা হলুদের গুঁড়া যে কোন দাগই কাপড়ের সৌন্দর্য নষ্ট করে। দাগের কারণে শখের পোশাকটি আর পরিধান করা যায় না। তবে অনেক দাগ অল্প সময়ের মধ্যে  ঘরোয়া টিপস কাজে লাগিয়ে তুলে ফেলা যায়। 

প্রিয় পোশাকে দাগ লাগুক তা কেউ আশা করে না। দাগের কারণে পোশাক টি নষ্ট হয়ে যেতে পারে।  পোশাকে রক্তের, জুসের, মেহিদি অথবা আরো বিভিন্ন জিনিসের দাগ লাগতে পার। কিছু কৌশল অবলম্বন করে খুব দ্রুত কাপড় থেকে দাগ তুলে সম্ভব।

রক্তের দাগ

কাপড়ে রক্ত লাগা খুবই অস্তিকর বিষয়।  রক্ত লাগার কারণে শখের ড্রেস টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যত দ্রুত সম্ভব হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করে ধুয়ে ফেললে রক্তের দাগ উঠে যাবে। দাগযুক্ত জায়গায় সামান্য লিকুইড ডিটারজেন্ট এবং হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে ধুয়ে দিন। তাহলে রক্তের দাগ উঠে যাবে।

রঙের দাগ

রং লেগে যাওয়া কাপড় ১ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন।  নন ক্লোরিন বিচ মিশিয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন অতঃপর ধুয়ে নিন। তাহলে রঙের দাগ উঠে যাওয়ার সম্ভাবনা আছে। 

চা অথবা কপির দাগ

চা বা কপির দাগে পোশাক নষ্ট হয়নি এরকম মানুষ পাওয়া দুষ্কর হবে। চা বা কপির দাগ লেগে গেলে লিকুইড সাবান অথবা সাবান দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলতে হবে। তাহলে দাগ উঠে যাবে৷ সাথে সাথে ধোয়া সম্ভব না হলে দাগ বসে যাবে। তখন আরো বেশি কষ্টকর হয়ে যাবে দাগ উঠানো৷ দাগ যদি পুরোনো হয় তাহলে দাগযুক্ত স্থানে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্লিচ লাগিয়ে ধুয়ে ফেলতে হবে আর যদি সোডিয়াম হাইপোক্লোরাইট না থাকে তাহলে দাগযুক্ত স্থানে চিনি এবং পেস্ট লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। 

হলুদের দাগ

পোশাকে হলুদের দাগ লাগলে তা সাথে সাথে পানি দিয়ে ভিজিয়ে রাখুন কারণ, হলুদের দাগ শুকিয়ে গেলে তোলা খুব কষ্টকর। তারপর দাগযুক্ত স্থানে ২ চামচ বেকিং সোডা দিয়ে একটি ব্রাশ দিয়ে ঘষে নিন। কিছুক্ষণ ঘষে তারপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিন। হলুদের দাগ চলে যাবে। 

খাবারের দাগ

খাবার খেতে গিয়ে কাপড়ে খাবারের ঝোল পড়তে পারে। এক্ষেত্রে তাড়াতাড়ি পানি দিয়ে স্থান টি ভিজিয়ে রাখুন এবং পরবর্তীতে ডিটারজেন্ট এর সাথে লেবু এবং লবণ মিশিয়ে ভালো করে ধুয়ে নিন। দাগ উঠে যাবে। 

সস বা ক্যাচাপের দাগ

ক্যাচাপ বা সস লাগার সাথে সাথে কাপড়ে ঘষাঘষি করা উচিত নয়। এতে সস ছড়িয়ে যাবে। ক্যাচাপ লাগলে ছুরি দিয়ে প্রথমে পরিষ্কার করে নিন। কিছুক্ষণ পানিতে চুবিয়ে রাখুন অতঃপর ভিনেগার দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে ফেলুন।  

আরও পড়তে পারেন: বাড়ির অবহেলিত খালি জায়গা সাজিয়ে তুলুন

কলমের দাগ

কাপড়ে কলমের কালির দাগ লাগলে প্রথম দাগযুক্ত স্থানটি ভিজিয়ে নিন তারপর দাগযুক্ত স্থানটি উপরে রেখে কাপড়টি একটি পাত্রের মুখের সাথে বেধে নিন। এরপর দাগযুক্ত স্থানে সামান্য রাবিং অ্যালকোহল দিন তাহলে নিচে পড়তে থাকবে এবং ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।  

গ্রিজের দাগ

গ্রিজের দাগ তোলার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করুন। এটি শুধু রান্নার কাজে নয় দাগ তোলার কাজেও ব্যবহার হয়। দাগযুক্ত স্থানে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিন। কর্নফ্লাওয়ার গ্রিজ চুষে নিতে পারে। এরপর ভালোভাবে ধুয়ে ফেলু

ঘামের দাগ

গরম কালে পোশাকে ঘামের দাগ থাকে। ডিটারজেন্ট দিয়ে কাপড়টি অনেকক্ষণ ভিজিয়ে রাখুন এবং ডিটারজেন্ট দিয়ে দাগযুক্ত স্থান কিছুক্ষণ ঘষে নিলে দাগ উঠে যাবে।

কাদামাটির দাগ

বাচ্চাদের জামা কাপড়ে সাধারণত কাদামাটি বেশি লাগে। তারা মাটিতে গড়াগড়ি করে খেলাধুলা করে। যারা ক্ষেতখামারে কাজ করে তাদের কাপড়ে কাদামাটি লাগতে পারে। কাদামাটি লাগলে পানি দিয়ে পোশাক পরিষ্কার করে নিন এবং ডিটারজেন্ট দিয়ে পোশাক ভিজিয়ে রাখুন অতঃপর ভালোভাবে ধুয়ে নিন। 

লিপস্টিকের দাগ

কাপড়ে লিপস্টিকের দাগ তোলার জন্য রুটির গুঁড়া বেশ কার্যকরী। রুটি প্রথমে গুঁড়া করে নিন। রুটির গুঁড়া লিপস্টিকের দাগের উপর ছড়িয়ে ঘষে নিতে হবে। দাগ উঠে গেলে গুঁড়া ঝেড়ে ফেলে দিন।

মেহেদির দাগ

অসাবধানতার কারণে মেহেদি লাগালে কাপড়ে লেগে যেতে পারে।  মেহেদির দাগ দূর করার জন্য দুধ বেশ কার্যকর। দগযুক্ত স্থানে দুধ দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন এবং ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। 

জুসের দাগ

জুসের দাগ উঠানোর জন্য সাবান ব্যবহার করতে পারেন৷ দাগ যদি পুরোনো হয় তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করতে পারেন। 

পরামর্শ

শখের পোশাকে ময়লা লাগুক তা আমরা কেউ চায় না। তবুও আমাদের অসাবধানতার কারণে কাপড়ে দাগ পড়ে যায়। দাগ লাগার পর যত তাড়াতাড়ি সম্ভব কাপড়টি পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে দাগ হালকা হয়ে যায় এবং দাগ তোলা সহজ হবে। ভিনেগার, লেবুর রস ,লবণ, বেকিং সোডা, টুথপেস্ট দিয়ে কাপড়ে পড়া অনেক দাগ তোলা যায়।

Similar Posts