চায়না তেলাপোকা দূর করার ঘরোয়া ৭টি উপায়
ঘর যতই পরিষ্কার রাখেন, চায়না তেলাপোকা দূর হচ্ছে না? চায়না তেলাপোকা দূর করার এই ঘরোয়া পদ্ধতিগুলো অনুসরণ করে দেখুন। অবশ্যই তাতে কাজে দিবে।

বাড়িতে চায়না তেলাপোকার উপদ্রব লেগেই থাকে। এটি খুবই বিরক্তিকর এবং পরিবেশ বিনষ্টকারী। চায়না তেলাপোকা বিভিন্ন রোগব্যাধি ছড়ায়। যা আমাদের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ।
তেলাপোকা হেঁটে যাওয়ার পরে সে খাবার খেলে ফুড পয়জনিং, ডায়রিয়া, হাঁপানি, টাইফয়েড, অ্যালার্জিসহ আরো বিভিন্ন রোগব্যাধি দেখা দিতে পারে। তেলাপোকা শিশুদের জন্য হুমকিস্বরূপ। তেলাপোকা থেকে প্রবাহিত রোগব্যাধি শিশুদের দ্রুত আক্রান্ত করে। তাই, ছোট বড় সবার কথা চিন্তা করে ঘর থেকে তেলাপোকা তাড়ানো উচিত।
ঘর থেকে তেলাপোকা তাড়ানোর দুইটি পদ্ধতি রয়েছে। ঘরোয়া টিপস অনুসরণ করে তেলাপোকা দূর করা এবং রাসায়নিক ওষুধ ব্যবহার করে তেলাপোকা দূর করা। ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে ঘর থেকে কীভাবে তেলাপোকা দূর করবেন তার সম্পর্কে আইডিয়া শেয়ার করা হলো-
নিমের গুঁড়া
নিমের তেল বা পাউডার ব্যবহার করে তেলাপোকা কে করতে পারেন ঘরছাড়া। নিমের গুঁড়া পানিতে মিশিয়ে তেলাপোকার উপদ্রব যেখানে বেশি থাকে সেখানে ছিটিয়ে দিন। কয়েকদিন নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে ঘর থেকে তেলাপোকা দূর হয়ে যাবে।
পিপারমিন্ট অয়েল
চায়না তেলাপোকা দূর করার সবচেয়ে শক্তিশালী তেলগুলোর মধ্যে পিপারমেন্ট তেল বেশি কার্যকরী। বাড়িতে যে সকল স্থানে চায়না তেলাপোকার উপদ্রব বেশি সেখানে পানি এবং পিপারমেন্ট তেল মিশ্রণ করে স্প্রে করুন। এতে খুব দ্রুত ফল পবেন।

বরিক অ্যাসিড
ঘরোয়া উপায়ে তেলাপোকা ধ্বংস করার অন্যতম সহজ উপায় হচ্ছে বরিক অ্যাসিডের ব্যবহার। ঘরের কোনায় বা যেখানে চায়না তেলাপোকা বেশি দেখা যায় সেখানে বরিক অ্যাসিডের সাথে চিনি, আটা অথবা ময়দা মিশিয়ে সামান্য পরিসরে ছিটিয়ে দিন। বরিক অ্যাসিডের স্পর্শে তেলাপোকা আসলেই মারা যাবে।

তেজপাতা
তেজপাতার গন্ধ সহ্য করতে পারেনা তেলাপোকা। ঘরের যেখানে তেলাপোকার উৎপাত বেশি সেখানে তেজপাতার গুঁড়া ছিটিয়ে দিন। তেজপাতার গন্ধে ঘর থেকে তেলাপোকা পালাবে৷

গোল মরিচ, রসুন এবং পেঁয়াজের মিশ্রন
গোল মরিচ, রসুন এবং পেঁয়াজের তৈরি মিশ্রণ পানিতে মিশিয়ে তেলাপোকার উৎপাত যেখানে বেশি সেখানে ছিটিয়ে দিন। এই পদ্ধতি অনুসরণ করে স্বল্প সময়ে চায়না তেলাপোকা দূর করতে পারবেন।
আরও পড়তে পারেন: রান্নাঘর থেকে তেলাপোকা তাড়ানোর উপায়
চিনি এবং বরিক পাউডার
চিনি এবং বরিক পাউডার মিশিয়ে নিন। তারপর সেগুলো ঘরের বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিন। তাহলে তেলাপোকা দূর হয়ে যাবে।
ন্যাফথলিন এবং কর্পূরের ব্যবহার
দুই পিস ন্যাফথলিন এবং কর্পূর কে গুঁড়ো করে নিন। তারপর পাউডার গুলো বিভিন্ন স্থানে কাগজ, টিস্যু অথবা অন্যকিছু দিয়ে মুড়িয়ে নিন। সেগুলো চায়না তেলাপোকা যে-সব স্থানে বেশি দেখা যায় সেসব স্থানে রেখে দিন। কর্পূরের গন্ধে তেলাপোকা চলে যাবে।
ন্যাফথলিন এবং কর্পূর কে গুঁড়ো করে নিন। তারপর সেগুলোর সাথে পানি মিশিয়ে স্প্রে বোতলে নিয়ে যে-সব জায়গায় চায়না তেলাপোকার উপদ্রব বেশি সেসব জায়গায় স্প্রে করে দিন।
শেষকথা
ঘর পরিষ্কার রাখার পরেও তেলাপোকা দূর করা সম্ভব হয় না। এগুলো একসাথে অনেকগুলো এমন ভাবে থাকে যা ঘরের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং বিভিন্ন ধরনের রোগব্যাধি ছড়ায়। চায়না তেলাপোকা জীবনকে করে দুর্বিষহ। উপরে বর্ণনায় বিভিন্ন ”ঘরোয়া টিপস অনুসরণ করে চায়না তেলাপোকা ঘর থেকে দূর করার” পরামর্শ শেয়ার করলাম।