ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর অসাধারণ আইডিয়া

ঘর সাজাতে বড় বাজেট এড়িয়ে গিয়ে ফেলনা জিনিস দিয়ে ঘর সাজানোর চেষ্টা করুন। এগুলো যেমন কার্যকরী তেমনি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত।

ফেলে দেওয়া জিনিস দিয়ে ঘর সাজানোর অসাধারণ আইডিয়া

আমাদের চারপাশে প্রতিদিনই এমন অনেক জিনিস জমে থাকে যেগুলো আমরা ফেলনা জিনিস বলে ফেলে দেই। কাচের বোতল, পুরোনো জামা, খালি কৌটা, কার্টন বাক্স কিংবা পুরোনো সিডি। এই ফেলনা জিনিসগুলো একটু সুন্দর বুদ্ধি খাটিয়ে তৈরি করতে পারবেন ঘর সাজানোর চমৎকার উপকরণ।

ফেলনা জিনিস দিয়ে নতুন কিছু তৈরি

কাঁচের বোতল দিয়ে ফুলদানি বানানো

ফেলনা জিনিস কাঁচের বোতল দিয়ে ঘর সাজানোর অন্যতম জনপ্রিয় ও সহজ পদ্ধতি হলো ফুলদানি বানানো। শুধু একটু রং, কিছু অলংকার আর আপনার সুন্দর চিন্তা থাকলেই বানানো যাবে দারুণ এক ডেকর পিস।

প্রয়োজনীয় উপকরণ

  • পুরোনো কাঁচের বোতল
  • অ্যাক্রিলিক রং বা গ্লাস পেইন্ট
  • ব্রাশ বা স্পঞ্জ
  • পাটের দড়ি, লেইস ফিতা, বোতাম বা পুঁতি
  • গ্লু গান বা ফেভিকল
  • ফুল

বানানোর পদ্ধতি:- বোতলটি ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। গায়ে স্টিকার থাকলে তা তুলে ফেলুন। পছন্দের রং দিয়ে পুরো বোতল রাঙিয়ে তুলুন। আপনি চাইলে করতে পারেন। রং শুকিয়ে গেলে সুতা দিয়ে বোতলের গলা বা তলার অংশ জড়িয়ে দিন। লেইস, ফিতা বা ছোট ছোট বোতাম দিয়ে সাজিয়ে নিন। গ্লু দিয়ে সেগুলো ভালোভাবে লাগান। শেষে পছন্দের ফুল বোতলের মধ্যে বসিয়ে দিন।

কাঁচের বোতল দিয়ে ফুলদানি বানানো

প্লাস্টিক বোতল দিয়ে পেন হোল্ডার

ঘরের ফেলনা জিনিস দিয়ে অসাধারণ কলমদানি তৈরি করতে পারেন। খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন। তৈরির পর পছন্দমতো কাস্টমাইজড করুন।

প্রয়োজনীয় উপকরণ

  • মাঝারি বা ছোট সাইজের প্লাস্টিক বোতল
  • কাঁচি বা কাটার
  • রং / গ্লিটার / স্টিকার
  • গ্লু
  • অন্যান্য উপকরণ

বানানোর পদ্ধতি:- বোতলের উপরের অংশ কেটে নিন (প্রায় মাঝামাঝি অংশ)। বোতলের নিচের অংশটি বাইরে থেকে রং করুন বা কাগজ দিয়ে মুড়িয়ে দিন। চাইলে বোতলের মুখে ফিতা জড়িয়ে দিন। পছন্দমতো ডিজাইন স্টিকার লাগিয়ে দিন। পুরোটা শুকিয়ে গেলে এতে কলম, পেন্সিল, স্কেল ইত্যাদি রাখুন।

প্লাস্টিক বোতল দিয়ে পেন হোল্ডার

প্লাস্টিক বোতল দিয়ে গাছের পট

বারান্দায় ঝুলিয়ে অথবা শেলফ এর মধ্যে ফুলের পট সাজিয়ে রাখতে পারবেন। এটি ঘরের অনন্য সৌন্দর্য বাড়িয়ে দেয়।

প্রয়োজনীয় উপকরণ

  • ১/২ লিটারের প্লাস্টিক বোতল
  • কাঁচি বা কাটার
  • দড়ি বা পাটের দড়ি
  • রং ও ব্রাশ
  • মাটি ও ছোট গাছের চারা
  • ছিদ্র করার জন্য পিন

বানানোর পদ্ধতি:- বোতলের এক পাশে আড়াআড়ি করে কেটে নিন। বোতলের নিচে ২-৩ টা ছিদ্র করে নিন যাতে পানি বের হতে পারে। দুই পাশে ২টি করে ছিদ্র করে রশি ঢুকিয়ে ঝুলানোর ব্যবস্থা করুন। বোতলটি রং করে সাজিয়ে নিন। এরপর তাতে মাটি ও গাছ লাগিয়ে দিন। বারান্দা, জানালা বা দেয়ালের হুক থেকে ঝুলিয়ে দিন।

প্লাস্টিক বোতল দিয়ে গাছের পট

পুরোনো জামা দিয়ে কুশন কভার

জামা কাপড় পুরাতন হলে আমরা তা আর ব্যবহার করি না। কিন্তু এসব পুরাতন জামা দিয়ে কুশন কভার এবং ঘর সাজানোর আরো বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি।

প্রয়োজনীয় উপকরণ

  • পুরোনো শার্ট, টি-শার্ট, বা সালোয়ার কামিজের কাপড়
  • কাঁচি, সুই-সুতা অথবা সেলাই মেশিন
  • প্রয়োজন অনুযায়ী কুশনের সাইজ
  • বোতাম লাগানোর জন্য এক্সট্রা অংশ
পুরোনো জামা দিয়ে কুশন কভার

বানানো পদ্ধতি:- পুরোনো জামা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। কুশনের মাপ নিয়ে জামার কাপড় কেটে নিন। দুই পাশে রেখে সেলাই করুন। এক পাশে ফাঁকা রাখুন কুশন ঢোকানোর জন্য। চাইলে বোতাম বা জিপ লাগিয়ে আরও সুন্দর করে তুলতে পারেন।

কার্টনের স্টোরেজ বক্স

ঘরের ছোটখাটো জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য আমরা প্রায়ই স্টোরেজ বক্স কিনে থাকি। অথচ, খুব সহজেই আপনি বাড়িতে থাকা পুরোনো কার্টন বক্স দিয়ে তৈরি করতে পারেন সুন্দর ও টেকসই স্টোরেজ বক্স, তাও একেবারে নিজের মতো করে ডিজাইন করে।

প্রয়োজনীয় উপকরণ

  • পুরোনো কার্টন বক্স
  • রঙিন কাগজ / ফেব্রিক / গিফট র‍্যাপিং পেপার
  • গ্লু বা ফেভিকল
  • কাঁচি বা কাটার
  • টেপ

বানানো পদ্ধতি:- প্রথমে কার্টন পরিষ্কার করে নিন। যদি বড় হয় তাহলে মাপ অনুযায়ী কেটে ছোট করুন। বক্সের চারপাশে গিফট র‍্যাপিং পেপার বা কাপড় মুড়িয়ে দিন। চাইলে রং করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। গ্লু দিয়ে কাগজ বা ফেব্রিক ভালোভাবে আটকে দিন। হ্যান্ডেল দিতে দুই পাশে গর্ত করে দড়ি বা ফিতা দিন। এতে ধরতে সুবিধা হবে। এবার বাইরে লেবেল লাগিয়ে দিন।

আরও পড়তে পারেন: প্লাস্টিকের বোতল দিয়ে ঘর সাজানোর চমৎকার ৮ টি আইডিয়া 

টিনের কৌটায় গাছ

বাড়িতে পড়ে থাকা পুরোনো বিস্কুট, চা, দুধ বা কফির টিনের কৌটা দিয়ে আপনি খুব সহজেই তৈরি করতে পারেন দারুণ সুন্দর গাছের টব বা প্ল্যান্ট পট।

প্রয়োজনীয় উপকরণ

  • পুরোনো টিনের কৌটা
  • রং বা রঙিন কাগজ
  • গ্লু / ফেভিকল
  • ছোট গাছ
  • কিছু পাথর
  • পেরেক

বানানো পদ্ধতি:- কৌটা ভালোভাবে ধুয়ে মুছে নিন। নিছে অতিরিক্ত পানি বের হওয়ার জন্য একটা ছোট গর্ত করে নিতে পারেন। বাইরে রং করুন আপনার পছন্দমতো। চাইলে রঙিন কাগজ বা কাপড় দিয়েও মুড়িয়ে নিতে পারেন। বাটনের মতো ছোট ছোট জিনিস দিয়ে সাজিয়ে দিন। এখন কৌটার মধ্যে কিছু মাটি দিয়ে ছোট গাছ লাগান মানি প্ল্যান্ট, ক্যাকটাস, অ্যালোভেরা উপরে কিছু ছোট পাথর দিয়ে সাজিয়ে দিন।

শেষ কথা

ফেলনা জিনিস দিয়ে আরো বহু জিনিস তৈরি করা যায়৷ যা আমাদের দৈনন্দিন জীবন কে আরো সহজ এবং সুন্দর করে। এগুলো খুব বেশি কঠিন কাজ নয়। আপনার রুচি এবং সৃজনশীল চিন্তা দিয়ে খুব সহজেই ঘর সাজানোর বিভিন্ন উপাদান তৈরি করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *