বেড সাইড টেবিল সেরা ডিজাইন আইডিয়া
বেড সাইড টেবিলে মোবাইল, ল্যাপটপ এবং ট্যাবসহ প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যায়। এটির রয়েছে বিশেষ ব্যবহার।

বেডরুম ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ ফার্নিচার হচ্ছে বেড সাইড টেবিল। বেড বা খাটের পাশেই এটি রাখা হয়। নান্দনিক বেডরুম সজ্জার ক্ষেত্রে বেড সাইড টেবিল বিশেষ ভূমিকা রাখে। আধুনিক গৃহসজ্জায় এটি বেডরুমের অন্যতম অংশ।
বিভিন্ন ডিজাইনের বেড সাইড টেবিল রয়েছে। ক্লাসিক ডিজাইন, মাল্টিফাংশনাল ডিজাইন এবং ওয়াল মাউন্টেড বেড সাইড টেবিল। এগুলো ছাড়াও আরো অনেক ধরনের বেড সাইড টেবিল রয়েছে। আপনার বেডরুমে কি ধরনের বেড সাইড টেবিল রাখবেন তা নির্ভর করবে আপনার রুচি এবং মনোভাবের উপর।
আজকের ব্লগে বেড সাইড টেবিল ডিজাইন সম্পর্কে আইডিয়া দেওয়া হলো-
ওয়াল মাউন্টেড বেড সাইড টেবিল
বেডরুমে ওয়াল মাউন্টেড বেড সাইড টেবিল চমৎকার পছন্দ। এটি আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের অনেক বেশি ব্যবহার হচ্ছে। এই ধরনের বেড সাইড টেবিল জায়গা সাশ্রয় করার পাশাপাশি বেডরুমের সৌন্দর্য ফুটিয়ে তোলে। এটি ওয়ালের সাথে সংযুক্ত থাকে। যার ফলে জিনিসপত্র রাখতে রাখতে সুবিধা হয়।
- দেয়ালের রঙের সাথে টেবিলের রঙের সমন্বয় করুন। সম্ভব হলে ব্যাকগ্রাউন্ড দেয়ালের সাথে মিল রেখে রং ব্যবহার করুন।
- বেডরুমের সকল আসবাবপত্রে একই রকম রং ব্যবহার করতে পারেন। যেমন- বেড, টেবিল, আলমারি হালকা রং ব্যবহার করতে পারেন।
- বেড সাইড টেবিলকে একটু আলোকসজ্জা করে নিতে পারেন। টেবিলের উপর একটি ল্যাম্প রাখতে পারেন। এতে বেডরুমে অসাধারণ পরিবেশ তৈরি হবে।
- টেবিল ল্যাম্পে হালকা আলো ব্যবহার করুন। এটি ঘরের মধ্যে আরামদায়ক পরিবেশ তৈরি করবে।
- টেবিলের সাথে একটি ইউএসবি পোর্ট অ্যাডজাস্ট করতে পারেন।
- বেড সাইড টেবিলের উপর একটি গাছ, ফুলের টব, বই অথবা ঘড়ি রাখতে পারেন। টেবিলের উপর দিয়ে সম্ভব হলে একটি আয়না বা আর্ট ফ্রেম ঝুলিয়ে দিন। তাহলে দেখতে সুন্দর দেখাবে।
আরও পড়তে পারেন: বেড রুম ফার্নিচার ডিজাইন আইডিয়া ২০২৫
মাল্টিফাংশনাল বেড সাইড টেবিল
বেডরুমকে স্মার্ট দেখানোর জন্য বেড বা খাটের পাশে একটি মাল্টিফাংশনাল বেড সাইড টেবিল রাখতে পারেন। এই বেড সাইড টেবিলের অনেক সুবিধা পাবেন। এটি জায়গা সাশ্রয় করে।
মাল্টিফাংশনাল বেড সাইড টেবিলের সাধারণত উচ্চতা ২০” এবং প্রস্থ ১৬” হয়ে থাকে। এটির স্টোরেজ ক্যাপাসিটি, মাল্টি ইউজ এবং স্মার্ট ফিচার থাকে। যার ফলে এই টেবিলের চাহিদা থাকে অনেক বেশি। মাল্টিফাংশনাল বেড সাইট টেবিলের কিছু অসাধারণ উপকারিতা শেয়ার করলাম।
- গাছ, রিমোট এবং বই রাখার জন্য শেলফ থাকে। যার উপর বই, রিমোট ছাড়াও আরো আপনার বিশেষ প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন।
- ব্যক্তিগত জিনিস রাখার জন্য একটি ড্রয়ার ১টি ড্রয়ার রয়েছে। যেখানে নিজের প্রয়োজনীয় বা পার্সোনাল জিনিসপত্র রাখতে পারবেন।
- মাল্টিফাংশনাল বেড সাইড টেবিলে আধুনিক বা স্মার্ট ফাংশন থাকে। যেমন- ইউএসবি পোর্ট, পাওয়ার সকেট অথবা পোর্টেবল চার্জার সংযুক্ত করা যায়।
- মাল্টিফাংশনাল বেড সাইড টেবিলের উপর অনায়াসে আপনার ল্যাপটপ এবং ট্যাব রাখতে পারবেন।
- সাদা অথবা ব্রাউন কালাররে টেবিল নিতে পারেন। নান্দনিক বেডরুম সজ্জায় এসব রং বেশি প্রযোজ্য।

ক্লাসিক উডেন বেড সাইড টেবিল ডিজাইন
বেডরুমে রুচিশীল এবং উষ্ণ পরিবেশ তৈরি করার জন্য কাঠের আসবাব রাখতে পারেন। প্রাকৃতিক কাঠের রঙের বেড সাইড টেবিল বেডরুমের সৌন্দর্য বৃদ্ধি করবে।
ক্লাসিক উডেন বেড সাইড টেবিলের সাধারণত উচ্চতা ২৪ ইঞ্চি এবং প্রস্থ ২০ ইঞ্চি হয়ে থাকে। বেডরুম ফার্নিচারের সঙ্গে এই ধরনের টেবিল খুব মানানসই হয়। ক্লাসিক উডেন বেড সাইড টেবিলের কিছু ব্যবহার শেয়ার করলাম-
- মেহগনি অথবা সেগুন কাঠের ফার্নিচার দীর্ঘস্থায়ী হয়। এসব কাঠের ফার্নিচার বেডরুমে ক্লাসিক লুক তৈরি করে।
- কিছুদিন পর পর বার্নিশ করে নতুন ভাবে ব্যবহার করা যায়। যা পুরাতন আসবাবে নতুন লুক এনে দেয়।
- ১টি বা ২টি ড্রয়ার রাখতে পারেন, ড্রয়ারে হ্যান্ডেলও রাখতে পারেন।
- টেবিলের উপরে বই, গাছের সাথে ল্যাপটপ অথবা ট্যাব রাখতে পারেন।
- ডার্ক ব্রাউন অথবা প্রাকৃতিক কাঠের রং রাখতে পারেন৷ প্রাকৃতিক কাঠের রং রাখলে ন্যাচারাল লুক আসবে।
- টেবিলের উপরে হালকা আলোর একটি ল্যাম্প রাখতে পারেন। যা বেডরুমে মনোরম পরিবেশ তৈরি করবে।
- কাঠের টেবিলের স্থায়িত্ব বেশি হয় এবং কাঠের টেবিল বেডরুমে আধুনিক লুক দেয়।

শেষকথা
বেড সাইড টেবিল বেডরুম ফার্নিচার হিসেবে ব্যবহার হয় এবং এটি বেডরুমের সৌন্দর্য বৃদ্ধি করে। বেডরুম ফার্নিচার এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বেড সাইড টেবিল। এটির বিশেষ ব্যবহার রয়েছে। প্রয়োজনীয় ছোটখাট জিনিসপত্র রাখা যায় এখানে। মোবাইল, ল্যাপটপ, ট্যাব থেকে শুরু করে আরো অনেক জিনিস।